Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 67:1 - কিতাবুল মোকাদ্দস

1 আল্লাহ্‌ আমাদেরকে কৃপা করুন ও দোয়া করুন, আমাদের প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন। [সেলা।]

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন আমাদের, প্রসন্ন হোক তাঁর শ্রীমুখ আমাদের প্রতি। সেলা

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন। অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর আমাদেরকে করুণা কর এবং আশীর্বাদ কর এবং আমাদের প্রতি নিজের মুখ উজ্জ্বল কর। সেলা

অধ্যায় দেখুন কপি




গীত 67:1
15 ক্রস রেফারেন্স  

অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাবে? হে মাবুদ আমাদের প্রতি নিজের মুখের আলো উদিত কর।


কারণ যে আল্লাহ্‌ বলেছিলেন, ‘অন্ধকারের মধ্য থেকে আলো প্রকাশিত হোক, তিনিই আমাদের অন্তরে আলো প্রকাশ করলেন, যেন ঈসা মসীহের মুখমণ্ডলে আল্লাহ্‌র গৌরবের জ্ঞানের আলো প্রকাশ পায়।


হে আমার ধার্মিকতার আল্লাহ্‌, আমি ডাকলে আমাকে উত্তর দাও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ; আমাকে রহম কর, আমার মুনাজাত শোন।


তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, এবং তোমার সমস্ত বিধি আমাকে শিক্ষা দাও।


তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, তোমার অটল মহব্বতে আমাকে নিস্তার কর।


হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমাদের ফিরাও; তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।


হে বাহিনীগণের আল্লাহ্‌, আমাদেরকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।


ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;


ঈসা মসীহের রহমত ও আল্লাহ্‌র মহব্বত এবং পাক-রূহের সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক।


তোমার লোকদেরকে নাজাত কর, নিজের অধিকারকে দোয়া কর; তাদেরকে পালন কর, চিরকাল বহন কর।


হে মাবুদ, তুমি তোমার লোক যে ইসরাইলকে মুক্ত করেছ, তাকে মাফ কর; তোমার লোক ইসরাইলের মধ্যে নিরপরাধের রক্তপাতের জন্য দোষ থাকতে দিও না। তাতে তাদের পক্ষে সেই রক্তপাতের দোষ মাফ করা হবে।


হে মাবুদ, ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না।


আল্লাহ্‌ এহুদার মধ্যে পরিচিত, ইসরাইলের মধ্যে তাঁর নাম মহৎ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন