Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 66:12 - কিতাবুল মোকাদ্দস

12 তুমি আমাদের মাথার উপর দিয়ে ঘোড়সওয়ারদেরকে চালিয়েছ; আমরা আগুন ও পানির মধ্য দিয়ে গমন করেছি; তবুও তুমি আমাদেরকে সমৃদ্ধি-স্থানে এনেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 লোকজন দ্বারা আমাদের মাথা তুমি পিষে ফেলতে দিয়েছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 দলিত করেছ তুমি আমাদের শির শত্রুর পদতলে, অগ্নি ও বন্যা পার হয়ে এসেছি আমরা, কিন্তু আজ তুমি আমাদের এনেছ নিরাপদ সমৃদ্ধির দেশে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বারোহী মনুষ্যদিগকে চালাইয়াছ; আমরা অগ্নি ও জলমধ্য দিয়া গমন করিয়াছ; তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি-স্থানে আনিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন। আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন। কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তুমি আমাদের মাথার উপরে তুলেছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদেরকে সমৃদ্ধি স্থানে নিয়ে আস।

অধ্যায় দেখুন কপি




গীত 66:12
16 ক্রস রেফারেন্স  

আর আমি তোমার সেই জুলুমবাজদের হাতে তা তুলে দেবো, যারা তোমার প্রাণকে বলেছে, ‘হেঁট হও, আমরা তোমার উপর দিয়ে গমন করি,’ আর তুমি ভূমির মত ও সড়কের মত পথিকদের কাছে তোমার পিঠ পেতে দিয়াছ।


দেখ, যারা স্থির রয়েছে, তাদেরকে আমরা ধন্য বলি। তোমরা আইউবের ধৈর্যের কথা শুনেছ; প্রভুর পরিণামও দেখেছ, ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়।


তাঁরা যেতে যেতে সাহাবীদের ঈমানে শক্তিশালী করে তুললেন এবং তাদেরকে উৎসাহ দিতে লাগলেন, যেন তারা ঈমানে স্থির থাকে। তাঁরা বললেন, অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ্‌র রাজ্যে প্রবেশ করতে হবে।


তিনি আপনাকেও সঙ্কটের মুখ থেকে বের করে চালাতে চান; যা সঙ্কীর্ণ নয় এমন প্রশস্ত স্থানে নিয়ে যেতে চান, আপনার টেবিল পুষ্টিকর দ্রব্যে সাজান হবে।


মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য, দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।


কিন্তু ইব্রাহিম বললেন, বৎস স্মরণ কর, তুমি তোমার জীবন কালে কত সুখভোগ করেছ, আর লাসার তেমনি কষ্ট ভোগ করেছে; এখন সে এই স্থানে সান্ত্বনা পাচ্ছে।


বাদশাহ্‌ প্রস্থান করলেন ও সমস্ত লোক তাঁর পিছনে পিছনে চললো, তাঁরা শহরের শেষ সীমানায় শেষ বাড়িটির কাছে গিয়ে থামলেন।


তিনি ছয় সঙ্কট থেকে তোমাকে উদ্ধার করবেন, সপ্ত সঙ্কটে কোন বিপদ তোমাকে স্পর্শ করবে না।


তখন বখতে-নাসার সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়ে বললেন, হে সর্বশক্তিমান আল্লাহ্‌র গোলাম শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, বের হয়ে এসো। তখন শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন