Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 63:5 - কিতাবুল মোকাদ্দস

5 আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন সুখাদ্য আহার করলে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব, আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 উপাদেয় খাদ্যে যেমন তৃপ্ত হয় মানব রসনা, তেমনি তৃপ্ত হবে আমার জীবন ও সত্তা, আমি মহানন্দে গাইব তোমার স্তবগান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি। এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দ পূর্ণ ঠোঁটে তোমার প্রশংসা করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 63:5
17 ক্রস রেফারেন্স  

আর বাহিনীগণের মাবুদ এই পর্বতে সর্বজাতির জন্য উত্তম উত্তম খাদ্য দ্রব্যের একটি ভোজ, পুরানো আঙ্গুর-রসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্য ও সবচেয়ে ভাল পুরানো আঙ্গুর-রসের একটি ভোজ প্রস্তুত করবেন,


তাতে আমি আল্লাহ্‌র কোরবানগাহ্‌র কাছে যাব, আমার পরমানন্দজনক আল্লাহ্‌র সম্মুখে যাব; আর হে আল্লাহ্‌, আমার আল্লাহ্‌, আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো।


আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো, জেগে উঠে তোমার রূপ দেখে তৃপ্ত হব।


মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।


তোমার উদ্দেশে গজল গাইবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করবে, আমার প্রাণও তা করবে, যা তুমি মুক্ত করেছ।


সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে।


হে কুমারি ইসরাইল, আমি তোমাকে পুনর্বার গেঁথে তুলব, তুমি নির্মিত হবে, তুমি পুনর্বার তোমার তবল তুলে নেবে এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করতে করতে গমন করবে।


আমাকে আকর্ষণ কর। আমরা তোমার পিছনে দৌড়াব। বাদশাহ্‌ নিজের অন্তঃপুরে আমাকে এনেছেন। আমরা তোমাতে উল্লসিতা হব, আনন্দ করবো, আঙ্গুর-রস থেকেও তোমার প্রেমের কথা বেশি উল্লেখ করবো; লোকে ন্যায়ত তোমাকে মহব্বত করে।


তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক; আমি মাবুদে আনন্দ করবো।


গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী; শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।


আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতকাল বেঁচে থাকি, আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।


তোমরা পবিত্র স্থানের দিকে নিজের নিজের হাত উত্তোলন কর, ও মাবুদের শুকরিয়া আদায় কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন