Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 61:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে আল্লাহ্‌, আমার কাতরোক্তি শোন, আমার মুনাজাতে কান দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে ঈশ্বর, আমার কান্না শোনো; আমার প্রার্থনায় কর্ণপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, কর্ণপাত কর আমার নিবেদনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে ঈশ্বর, আমার কাকূক্তি শ্রবণ কর, আমার প্রার্থনায় অবধান কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন। আমার প্রার্থনা শুনুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় মনোনিবেশ কর।

অধ্যায় দেখুন কপি




গীত 61:1
11 ক্রস রেফারেন্স  

কোন বিষয়ে চিন্তিত হয়ো না, কিন্তু সমস্ত বিষয়ে মুনাজাত ও ফরিয়াদ দ্বারা শুকরিয়া সহকারে তোমাদের সমস্ত চাওয়ার বিষয় আল্লাহ্‌কে জানাও।


হে আমার ধার্মিকতার আল্লাহ্‌, আমি ডাকলে আমাকে উত্তর দাও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ; আমাকে রহম কর, আমার মুনাজাত শোন।


হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও, আমার বিনতি শোন।


হে মালিক, আমার কথা শোন, আমার ফরিয়াদে তুমি কান দাও।


আল্লাহ্‌, তোমার নামে আমাকে নিস্তার কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।


হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।


হে আল্লাহ্‌, আমার কাতরোক্তি শোন, দুশমনদের ভয় থেকে আমার জীবন রক্ষা কর।


যখন আমি তোমার কাছে আর্তনাদ করি, যখন তোমার মহা-পবিত্র স্থানের দিকে দু’হাত উত্তোলন করি, তখন তুমি আমার ফরিয়াদ শুনো।


হে মাবুদ, ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন