Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 6:7 - কিতাবুল মোকাদ্দস

7 মনস্তাপে আমার চোখ ক্ষীণ হচ্ছে; আমার সকল দুশমনের জন্য তা দুর্বল হচ্ছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়; আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 6:7
10 ক্রস রেফারেন্স  

আমার অন্তর ধুক্‌ ধুক্‌ করছে, আমার বল আমাকে ত্যাগ করেছে, আমার চোখের তেজও আমাকে ছেড়ে গেছে।


আমার চোখ মনস্তাপে নিস্তেজ হয়েছে, আমার সর্বাঙ্গ ছায়ার মত হয়েছে।


এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে, এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।


আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি প্রতিদিন তোমাকে ডেকেছি, হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।


আমি যখন চুপ করেছিলাম, আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।


হে মাবুদ, আরজ করি, তুমি এখন স্মরণ কর, আমি তোমার সাক্ষাতে বিশ্বস্ততায় ও একাগ্রচিত্তে চলেছি এবং তোমার দৃষ্টিতে যা ভাল, তা-ই করেছি। আর হিষ্কিয় ভীষণভাবে কান্নাকাটি করতে লাগলেন।


তেমনি মাসের পর মাস শূন্যতাই আমার উত্তরাধিকার; কষ্টকর সমস্ত রাত আমার জন্য নিরূপিত।


যারা অকারণে আমার বিদ্বেষী, তারা আমার মাথার চুলের চেয়েও বেশি; আমার ধ্বংসকারী মিথ্যাবাদী দুশমনেরা বলবান; আমি যা অপহরণ করি নি, তাও আমাকে ফিরিয়ে দিতে হল।


তুমি বলেছ, হায় হায়, ধিক্‌ আমাকে! কেননা মাবুদ আমার ব্যথার উপরে দুঃখ যোগ করেছেন; আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি, কিছুমাত্র বিশ্রাম পাচ্ছি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন