Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 6:3 - কিতাবুল মোকাদ্দস

3 আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে; আর তুমি, হে মাবুদ, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ, কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি হে সদাপ্রভু, আর কত কাল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে। প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমার প্রাণও খুব কষ্ট পাচ্ছে; কিন্তু তুমি, সদাপ্রভুু, আর কতদিন এটি চলবে?

অধ্যায় দেখুন কপি




গীত 6:3
15 ক্রস রেফারেন্স  

হে মাবুদ, ফির, আর কত কাল? এখন তোমার গোলামদের প্রতি সদয় হও।


এখন আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে; এতে কি বলবো পিতা, এই সময় থেকে আমাকে নিস্তার কর? কিন্তু এরই জন্য আমি এই সময় পর্যন্ত এসেছি।


তবে যারা দিনরাত আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করে, আল্লাহ্‌ কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যদিও তিনি তাঁদের বিষয়ে ধৈর্য ধরে আছেন?


তখন তিনি তাদেরকে বললেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে; তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।


মানুষের রূহ্‌ তার অসুস্থতা সইতে পারে, কিন্তু ভাঙ্গা মন কে বহন করতে পারে?


প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন? তিনি কি আর সুপ্রসন্ন হবেন না?


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র উপরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল গাইব; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।


আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ন হয়েছি, অন্তরের ব্যাকুলতায় আর্তনাদ করছি।


আমাকে পানির মত সেচন করা হচ্ছে, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের মত হয়েছে, তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।


এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো; সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে, আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।


হে মাবুদ, আমাকে সুস্থ কর, তাতে আমি সুস্থ হব; আমাকে নিস্তার কর, তাতে আমি নিস্তার পাব, কেননা তুমি আমার প্রশংসাভূমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন