Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 59:2 - কিতাবুল মোকাদ্দস

2 অধর্মচারীদের থেকে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মানুষের থেকে আমাকে নিস্তার কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করো রক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 অত্যাচারীর কবল থেকে মুক্ত কর আমায়, রক্তলোলুপ মানুষের হাত থেকে আমায় বাঁচাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 অধর্ম্মাচারীদের হইতে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। ঐসব খুনীদের হাত থেকে আমায় রক্ষা করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মন্দদের থেকে আমাকে উদ্ধার কর এবং রক্তপাতী মানুষদের থেকে আমাকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 59:2
6 ক্রস রেফারেন্স  

হে আল্লাহ্‌, তুমি নিশ্চয়ই দুষ্টকে হত্যা করবে; হে রক্তপাতীরা, আমার কাছ থেকে দূর হও—


গুনাহ্‌গারদের সঙ্গে আমার প্রাণ নিও না, রক্তপাতী মানুষের সঙ্গে আমার জীবন নিও না।


কিন্তু হে আল্লাহ্‌, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।


দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।


পাছে দুশমন সিংহের মত আমার প্রাণ ছিন্নভিন্ন করে, খণ্ড খণ্ড করে, যখন রক্ষাকারী কেউ নেই।


কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে? কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন