Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 59:15 - কিতাবুল মোকাদ্দস

15 তারা খাদ্যের চেষ্টায় ঘুরে বেড়াবে, তৃপ্ত না হলে আর্তনাদ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 তারা খাবারের খোঁজে এদিক-ওদিক যায় আর পরিতৃপ্ত না হলে চিৎকার করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ওরা খাদ্যের জন্য ইতস্ততঃ ঘুরে বেড়ায়, পরিতৃপ্ত না হলে জানায় বিক্ষোভ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তাহারা খাদ্যের চেষ্টায় পর্য্যটন করিবে, তৃপ্ত না হইলে রাত্রি-যাপন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোন খাবার পাবে না, রাতে বিশ্রাম করবার জন্যও কোন জায়গা তারা খুঁজে পাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তারা খাওয়ার জন্য ভেতরে ও নিচে নেমে আসবে এবং তারা তৃপ্ত না হলে তারা অভিযোগ করতে থাকবে।

অধ্যায় দেখুন কপি




গীত 59:15
13 ক্রস রেফারেন্স  

সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তার সন্নিকট।


তার সন্তানেরা ভ্রমণ করতে করতে ভিক্ষা করুক, নিজেদের উৎসন্ন স্থান থেকে দূরে দূরীভূত হোক।


যে নবীরা আমার লোকদেরকে ভ্রান্ত করে, যারা দাঁত দিয়ে দংশন করে, আর বলে, ‘শান্তি’ কিন্তু তাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয়, তার সঙ্গে যুদ্ধ নিরূপণ করে, তাদের বিরুদ্ধে মাবুদ এই কথা বলেন,


প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।


সেই কুকুরেরা পেটুক, তাদের কখনও তৃপ্তি বোধ হয় না; আর এরা বিবেচনা-বিহীন পালক; সকলে নির্বিশেষে নিজ নিজ পথের দিকে ফিরেছে, নিজ নিজ লাভের চেষ্টা করছে।


আর তারা ক্লিষ্ট ও ক্ষুধিত হয়ে দেশের মধ্য দিয়ে গমন করবে এবং ক্ষুধিত হলে রাগ করে নিজেদের বাদশাহ্‌কে ও নিজেদের আল্লাহ্‌কে বদদোয়া দেবে এবং উপরের দিকে মুখ তুলবে;


এজন্য মাবুদ তোমার বিরুদ্ধে যে দুশমনদেরকে পাঠাবেন, তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় ও সকল বিষয়ের অভাব ভোগ করতে করতে তাদের গোলামী করবে; এবং যে পর্যন্ত তিনি তোমার বিনাশ না করেন, সেই পর্যন্ত তোমার ঘাড়ে লোহার জোয়াল দিয়ে রাখবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন