Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 57:7 - কিতাবুল মোকাদ্দস

7 আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির; আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল, আমার হৃদয় অবিচল; আমি গান গাইব ও সংগীত রচনা করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 অটল আস্থায় চিত্ত আমার অবিচল, হে ঈশ্বর, আমি মহানন্দে গাইব তোমার প্রশংসাগান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমি স্তব করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন। তিনি আমায় সাহস দেবেন এবং আমি তাঁর প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 ঈশ্বর, আমার হৃদয় অটল কর, ঈশ্বর আমার হৃদয় অটল কর; আমি গান করব, হ্যাঁ, আমি প্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি




গীত 57:7
11 ক্রস রেফারেন্স  

অশুভ সংবাদেও সে ভয় করবে না; তার অন্তর স্থির, তা মাবুদের উপর নির্ভর করে।


আমি মাবুদের খোঁজ করলাম, তিনি আমাকে জবাব দিলেন, আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।


সব সময় সব কিছুর জন্য আমাদের ঈসা মসীহের নামে পিতা আল্লাহ্‌র শুকরিয়া কর;


অতএব তোমরা পূর্বদেশে মাবুদের গৌরব কর, সমুদ্রের উপকূলগুলোতে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নামের গৌরব কর।


কেবল তা নয়, কিন্তু নানা রকম দুঃখ-কষ্টের মধ্যেও গর্ব বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ-কষ্ট ধৈর্যকে,


তার জুলুম তারই মাথায় ফিরবে, তার দৌরাত্ম্য তারই মাথার উপর নেমে আসবে।


কেননা তারা অকারণে আমার জন্য গর্তের মধ্যে গুপ্ত জাল পেতেছে, অকারণে আমার প্রাণের জন্য খাদ খনন করেছে।


দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার আদেশমালা থেকে বিপথগামী হই না।


আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্‌; হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।


আমার জন্য পাতা ফাঁদ থেকে, দুর্বৃত্তদের যন্ত্র থেকে, আমাকে রক্ষা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন