Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 56:2 - কিতাবুল মোকাদ্দস

2 আমার গুপ্ত দুশমনেরা সমস্ত দিন আমাকে গ্রাস করতে চায়; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে; তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 অসংখ্য শত্রু আমার চারিদিকে নিশিদিন মহাদর্পভরে পদতলে দলছে আমায়, দুর্বিষহ অত্যাচারে বিপর্যস্ত করে তুলছে আমার প্রাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আমার শত্রুরা ক্রমাগত আমায় আক্রমণ করে চলেছে। ওখানে অসংখ্য যোদ্ধা আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমার শত্রুরা সারা দিন ধরে আমাকে গ্রাস করতে চাইছে; কারণ অনেকে আমার বিরুদ্ধে অহঙ্কারের যুদ্ধ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 56:2
16 ক্রস রেফারেন্স  

তিনি বেহেশত থেকে ফেরেশতা প্রেরণ করে আমাকে নিস্তার করবেন, আমার গ্রাসকারীদের তিনি তিরস্কার করবেন; [সেলা।] আল্লাহ্‌ তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা প্রেরণ করবেন।


তারা বদ-রূহ্‌দের রূহ্‌, নানা চিহ্ন-কাজ করে; তারা সমস্ত দুনিয়ার বাদশাহ্‌দের কাছে গিয়ে সর্বশক্তিমান আল্লাহ্‌র সেই মহাদিনের যুদ্ধের জন্য তাদেরকে একত্র করে।


‘আমি কি নিয়ে মাবুদের সম্মুখে উপস্থিত হব, ঊর্ধ্বস্থ আল্লাহ্‌র সম্মুখে প্রণত হব? আমি কি পোড়ানো-কোরবানী নিয়ে, এক বছর বয়সের বাছুরগুলোকে নিয়ে, তাঁর সম্মুখে উপস্থিত হব?


হে বাদশাহ্‌, সর্বশক্তিমান আল্লাহ্‌ আপনার পিতা বখতে-নাসারকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়েছিলেন।


কেননা যিনি উঁচু ও উন্নত, যিনি অনন্তকাল-নিবাসী, যাঁর নাম “পবিত্র”, তিনি এই কথা বলেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্র রূহ্‌ সম্পন্ন মানুষের সঙ্গেও বাস করি, যেন নম্র লোকদের রূহ্‌ ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।


শক্তিশালী পানির কল্লোল-ধ্বনির চেয়ে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়ে, ঊর্ধ্বস্থ মাবুদ বলবান।


কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।


মাবুদের শুকরিয়া আদায় করা; হে সর্বশক্তিমান, তোমার নামের উদ্দেশে কাওয়ালী করা উত্তম;


যে ব্যক্তি সর্বশক্তিমানের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।


তিনি সকল অমঙ্গল আমার গুপ্ত দুশমনদের কাছে ফিরিয়ে দেবেন; তুমি তোমার বিশ্বস্ততায় তাদেরকে সংহার কর।


হে মাবুদ, যারা আমার সঙ্গে ঝগড়া করে, তাদের সঙ্গে ঝগড়া কর, যারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাদের সঙ্গে যুদ্ধ কর।


আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো; হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।


হে মাবুদ, আমার বিপক্ষ কত বৃদ্ধি পেয়েছে। অনেকে আমার বিরুদ্ধে উঠছে।


আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে, ‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন