গীত 55:14 - কিতাবুল মোকাদ্দস14 আমরা একত্র হয়ে মধুর মন্ত্রণা করতাম, আমরা সদলে আল্লাহ্র গৃহে গমন করতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 যার সঙ্গে, ঈশ্বরের গৃহে, একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি, উপাসকদের মধ্যে আমরা হেঁটে বেড়িয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে, একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে যেতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আমরা একসাথে মধুর সহভাগীতায় ছিলাম; আমরা সবাই ঈশ্বরের গৃহে যেতাম। অধ্যায় দেখুন |