Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 55:14 - কিতাবুল মোকাদ্দস

14 আমরা একত্র হয়ে মধুর মন্ত্রণা করতাম, আমরা সদলে আল্লাহ্‌র গৃহে গমন করতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 যার সঙ্গে, ঈশ্বরের গৃহে, একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি, উপাসকদের মধ্যে আমরা হেঁটে বেড়িয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে, একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে যেতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আমরা একসাথে মধুর সহভাগীতায় ছিলাম; আমরা সবাই ঈশ্বরের গৃহে যেতাম।

অধ্যায় দেখুন কপি




গীত 55:14
6 ক্রস রেফারেন্স  

যখন আমি তা স্মরণ করি তখন আমার অন্তর বিদীর্ণ হয়, কেননা আমি লোকারণ্যের সঙ্গে যাত্রা করতাম, তাদেরকে আল্লাহ্‌র গৃহে নিয়ে যেতাম, আনন্দ ও শুকরিয়া কাওয়ালীর ধ্বনির সঙ্গে বহু লোক ঈদ পালন করতো।


আর লোকেরা যেমন আসে, তেমনি তারা তোমার কাছে আসে, আমার লোক বলে তোমার সম্মুখে বসে ও তোমার কথাগুলো শোনে, কিন্তু তা পালন করে না; কেননা মুখে তারা বিলক্ষণ মহব্বত দেখায়, কিন্তু তাদের অন্তর তাদের লাভের দিকে যায়।


আর অনেক দেশের লোক যাবে, বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্‌র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদেরকে নিজের পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো, কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।


আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বললো, চল, আমরা মাবুদের গৃহে যাই।


আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে, আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ।


হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর, আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন