গীত 53:1 - কিতাবুল মোকাদ্দস1 মূঢ় মনে মনে বলেছে, ‘আল্লাহ্ নেই’। তারা নষ্ট, তারা ঘৃণার যোগ্য অধর্ম করেছে; সৎকর্ম করে, এমন কেউ নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউই নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 নির্বোধ মনে মনে বলে, ‘ঈশ্বর নাই।’ ওরা ভ্রষ্ট, জঘন্য অনাচারী, সৎকর্ম করে না কেউ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম্ম করিয়াছে; সৎকর্ম্ম করে, এমন কেহ নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই। এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর, ওরা ভাল কিছু করে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 বোকা তার মনে মনে বলে, “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ এবং তারা ঘৃণ্য পাপ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে। অধ্যায় দেখুন |