Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 52:6 - কিতাবুল মোকাদ্দস

6 ধার্মিকেরা তা দেখে ভয় পাবে, আর তার বিষয়ে উপহাস করে বলবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 ধার্মিকেরা এসব দেখবে ও ভীত হবে; তারা তোমায় পরিহাস করবে, আর বলবে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ধর্মপরায়ণ লোকেরা দেখে ভীত হবে, তারা তোমাকে উপহাস করে বলবে:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ধার্ম্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয়ে উপহাস করিয়া বলিবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ভালো লোকরা তা দেখবে এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে। তারা তোমাদের দেখে উপহাস করে বলবে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ধার্মিকরাও তা দেখতে পাবে এবং ভয় পাবে, আর তারা তাকে দেখবে এবং হাসবে।

অধ্যায় দেখুন কপি




গীত 52:6
15 ক্রস রেফারেন্স  

এই দেখে ধার্মিকরা আনন্দ করে, নির্দোষ লোকে ওদেরকে ঠাট্টা করে বলে,


তিনি আমার মুখে নতুন গজল, আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গজল দিলেন; অনেকে তা দেখবে, ভয় পাবে, ও মাবুদের উপর ঈমান আনবে।


মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল; তাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করবেন; দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।


হে বেহেশত আনন্দ কর, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, নবীরা, তোমরা তার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে, আল্লাহ্‌ তার প্রতিকার করেছেন।


হে প্রভু, কে না ভয় পাবে? এবং তোমার নামের গৌরব কে না করবে? কেননা একমাত্র তুমিই পবিত্র, কেননা সমস্ত জাতি এসে তোমার সম্মুখে এবাদত করবে, কেননা তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”


মাবুদ তার বিষয়ে যে কথা বলেছেন, তা এই, “কুমারী সিয়োন-কন্যা তোমাকে তুচ্ছ ও পরিহাস করছে; জেরুশালেম-কন্যা তোমার দিকে মাথা নাড়ছে।


তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার বিচারগুলোতে আমি ভীত হই।


সিয়োন শুনে আনন্দিত হল, এহুদার কন্যারা উল্লসিত হল, হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।


আর সমস্ত মানুষ ভয় পাবে, তারা আল্লাহ্‌র কাজ তবলিগ করবে, আর তাঁর কাজ বিবেচনা করবে।


আর তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, ইসরাইলের সীমানার বাইরেও মাবুদ মহীয়ান হোন।


হে মাবুদ, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর থেকে, প্রতারক জিহ্বা থেকে উদ্ধার কর।


সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী; কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষমাত্র স্থায়ী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন