গীত 52:4 - কিতাবুল মোকাদ্দস4 হে ছলনার জিহ্বা, তুমি সমস্ত বিনাশক কথা ভালবাস। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 তুমি মিথ্যাবাদী! তোমার বাক্য দিয়ে তুমি অপরকে বিনাশ করতে ভালোবাসো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমার ছলনাপটু জিহ্বা ধ্বংসাত্মক কথা বলতে ভালবাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে ছলনার জিহ্বা, তুমি সমুদয় বিনাশক কথা ভালবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তোমার প্রতারণার জিভ সমস্ত দিন ভালবাসে বিনাশের কথা। অধ্যায় দেখুন |