গীত 50:16 - কিতাবুল মোকাদ্দস16 কিন্তু দুষ্টকে আল্লাহ্ বলেন, আমার বিধি তবলিগ করতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে এনেছ? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন: “আমার বিধি পাঠ করার বা আমার নিয়ম তোমার মুখে আনার অধিকার কি তোমার আছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কিন্তু ঈশ্বর দুর্জনদের বলেনঃ কোন অধিকারে তুমি উচ্চারণ কর আমার অনুশাসন? কোন সাহসে মুখে আন আমার সঙ্গে সম্বন্ধের চুক্তির কথা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন, “তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল। তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, তুমি আমার নিয়ম মুখে এনেছ। অধ্যায় দেখুন |