Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 50:13 - কিতাবুল মোকাদ্দস

13 আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো? আমি কি ছাগলের রক্ত পান করবো?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 আমি কি বলদের মাংস খাই বা ছাগলের রক্ত পান করি?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তোমরা কি মনে কর বৃষমাংস আমার ভক্ষ্য? ছাগরক্ত আমার পানীয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমি কি বৃষমাংস ভোজন করিব? আমি কি ছাগরক্ত পান করিব?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমি ষাঁড়ের মাংস খাই না অথবা ছাগলের দেহ থেকে রক্ত পান করি না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আমি কি ষাঁড়ের মাংস খাব বা আমি কি ছাগলের রক্ত পান করব?

অধ্যায় দেখুন কপি




গীত 50:13
7 ক্রস রেফারেন্স  

কেউ যদি শুকরিয়া-কোরবানী আনে তবে সে শুকরিয়া-কোরবানীর সঙ্গে তেল মিশানো খামিহীন রুটি, তৈলাক্ত খামিহীন চাপাটি, তৈলসিক্ত মিহি সুজি ও তৈলাক্ত পিঠা নিবেদন করবে।


যা তাদের কোরবানীর চর্বি ভোজন করতো, তাদের পেয় উৎসর্গের আঙ্গুর-রস পান করতো? তারাই উঠে তোমাদের সাহায্য করুক, তারাই তোমাদের আশ্রয় হোক।


এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বান করবে; সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে, কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণ করবে।


তা-ই মাবুদের দৃষ্টিতে তুষ্টিকর হবে, গরুর চেয়ে, শিং ও খুরযুক্ত ষাঁড়ের চেয়ে বেশি তুষ্টিকর হবে।


নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে; আল্লাহ্‌র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।


আল্লাহ্‌ রূহ্‌; আর যারা তাঁর এবাদত করে, তাদেরকে রূহে ও সত্যে এবাদত করতে হবে।


অতএব হে ভাইয়েরা, আল্লাহ্‌র অসীম করুণার অনুরোধে আমি তোমাদেরকে ফরিয়াদ করছি, তোমরা নিজ নিজ দেহকে জীবিত, পবিত্র ও আল্লাহ্‌র প্রীতিজনক কোরবানী হিসেবে কোরবানী কর, এ-ই তোমাদের রূহানিক এবাদত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন