Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 50:1 - কিতাবুল মোকাদ্দস

1 আল্লাহ্‌, মাবুদ আল্লাহ্‌ কথা বলেছেন, সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত তিনি দুনিয়াকে আহ্বান করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্য্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্য্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর স্বয়ং তিনি কথা বলছেন। তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ‌ এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিৎকার করে ডাক দিচ্ছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন এবং সূর্য্যের উদয়স্থান থেকে অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 50:1
35 ক্রস রেফারেন্স  

সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত মাবুদের নাম প্রশংসনীয়।


আর সমস্ত জাতি তাঁর সম্মুখে একসংগে জমায়েত করা হবে; পরে তিনি তাদের এক জন থেকে অন্য জনকে পৃথক করবেন, যেমন পালরক্ষক ছাগল থেকে ভেড়া পৃথক করে;


মাবুদ, যিনি প্রভুদের আল্লাহ্‌! মাবুদ, যিনি প্রভুদের আল্লাহ্‌! তিনি জানেন এবং ইসরাইলও এই কথা জানুক। যদি আমরা মাবুদের বিরুদ্ধে বিদ্রোহ-ভাবে কিংবা সত্য-লঙ্ঘন করে এই কাজ করে থাকি, তবে আজ আমাদের রক্ষা করো না।


সিংহ গর্জন করলে, কে না ভয় করবে? সার্বভৌম মাবুদ কথা বললেন, কে না ভবিষ্যদ্বাণী বলবে?


হে আসমান শোন, হে দুনিয়া কান দাও, কেননা মাবুদ বলেছেন। আমি সন্তানদের লালন-পালন করেছি ও বড় করে তুলেছি, আর তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


কেবলমাত্র তুমিই মাবুদ; তুমি বেহেশত ও বেহেশতের বেহেশত এবং তার সমস্ত বাহিনী, দুনিয়া ও সেখানকার সমস্ত কিছু এবং সমুদ্র ও তার মধ্যকার সকল কিছু নির্মাণ করেছ, আর তুমি তাদের সকলকে জীবন দিচ্ছ এবং বেহেশতের বাহিনী তোমার কাছে সেজ্‌দা করে।


কারণ সূর্যের উদয়স্থান থেকে তার অস্তগমনস্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ জ্বালায় ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হচ্ছে; কেননা জাতিদের মধ্যে আমার নাম মহৎ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


হে মাবুদ, তোমার মত আর কেউই নেই; তুমি মহান, তোমার নাম ও পরাক্রমে মহৎ।


কেননা তোমার নির্মাতা তোমার স্বামী, তাঁর নাম বাহিনীগণের মাবুদ; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌ বলে আখ্যাত হবেন।


অতএব এখন, হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমি তার হাত থেকে আমাদেরকে নিস্তার কর; তাতে দুনিয়ার সমস্ত রাজ্য জানতে পারবে যে, তুমি, কেবল মাত্র তুমিই মাবুদ।


কারণ একটি বালক আমাদের জন্য জন্মেছেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে; আর তাঁরই কাঁধের উপরে কর্তৃত্বভার থাকবে এবং তাঁর নাম হবে ‘আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী আল্লাহ্‌, নিত্যস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্‌’।


হে আল্লাহ্‌, মৌন থেকো না; হে আল্লাহ্‌, নীরব ও নিস্তব্ধ হয়ো না।


আল্লাহ্‌ সত্যিই মঙ্গলস্বরূপ, ইসরাইলের পক্ষে, যারা শুদ্ধচিত্ত তাদের পক্ষে।


অতএব, হে আমাদের আল্লাহ্‌, মহান, বিক্রমশালী ও ভয়ঙ্কর আল্লাহ্‌, তুমি নিয়ম পালন ও অটল মহব্বত প্রকাশ করে থাক; আসেরিয়া-বাদশাহ্‌দের সময় থেকে আজ পর্যন্ত আমাদের উপরে, আমাদের বাদশাহ্‌দের, কর্মকর্তাদের, ইমামদের, নবীদের, পূর্বপুরুষদের ও তোমার সকল লোকের উপরে যে সমস্ত দুঃখ-কষ্ট ঘটছে, সেসব তোমার দৃষ্টিতে ক্ষুদ্র মনে না হোক।


পরে হিষ্কিয় বাদশাহ্‌ ও কর্মকর্তারা দাউদের ও আসফ দর্শকের কালাম দ্বারা মাবুদের উদ্দেশে প্রশংসা-কাওয়ালী গান করতে লেবীয়দেরকে হুকুম করলেন। আর তারা আনন্দপূর্বক প্রশংসা-কাওয়ালী গান করলো এবং উবুড় হয়ে সেজ্‌দা করলো।


এরা সকলে আল্লাহ্‌র সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা মাবুদের গৃহের গান করার জন্য তাদের পিতার সহযোগী ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন বাদশাহ্‌র অধীন ছিলেন।


আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, ইউসুফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানেরা আসফের অধীন ছিল; ইনি বাদশাহ্‌র অধীনে ভাবোক্তি বলতেন।


আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।


তাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমন, তাঁর ভাইদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফ ও তাঁদের জ্ঞাতি মরারিয়দের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করলো।


পরে ইলিয়াস সমস্ত লোকের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়ে থাকবে? মাবুদ যদি আল্লাহ্‌ হন, তবে তাঁর অনুগামী হও; আর বাল যদি আল্লাহ্‌ হয়, তবে তাঁর অনুগামী হও। কিন্তু লোকেরা তাঁকে কোন জবাব দিল না।


ইব্রামের নিরানব্বই বছর বয়সে মাবুদ তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান আল্লাহ্‌, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করে সিদ্ধ হও।


তাঁর পুত্র তহৎ, তাঁর পুত্র ঊরীয়েল, তাঁর পুত্র ঊষিয়, তাঁর পুত্র শৌল।


হে আল্লাহ্‌, তুমি কেন আমাদের চিরতরে ত্যাগ করেছ? তোমার চারণভূমির মেষদের বিরুদ্ধে কেন তোমার ক্রোধের আগুন ধূমায়িত হচ্ছে?


হে আল্লাহ্‌, আমরা তোমার শুকরিয়া করছি, শুকরিয়া করছি, কেননা তোমার নাম নিকটবর্তী; লোকে তোমার অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করে।


আল্লাহ্‌ এহুদার মধ্যে পরিচিত, ইসরাইলের মধ্যে তাঁর নাম মহৎ।


আমি চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো; চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো, তিনি আমার কান্না শুনে জবাব দেবেন।


হে আমার স্বজাতি, আমার উপদেশ শোন, আমার মুখের কথায় কান দাও।


হে আল্লাহ্‌, জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্র এবাদতখানা নাপাক করেছে, জেরুশালেমকে ধ্বংসের স্তূপ করেছে।


হে ইসরাইলের পালক, কান দাও, ইউসুফকে ভেড়ার পালের মত চালাও যে তুমি, কারুবীদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।


তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর, ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।


আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন, তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন