Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 49:10 - কিতাবুল মোকাদ্দস

10 কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও অসাড় অন্তরের লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তারা অন্যদের জন্য নিজেদের ধন রেখে যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়, অচেতন ও মূর্খও বিনষ্ট হয়, তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকলেরই শেষ পরিণতি মৃত্যু, তাদের রেখে যাওয়া ধনসম্পদ ভোগ করে অন্যজনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্ব্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে। অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কারণ সে দেখে যে, জ্ঞানী মানুষ মারা যায়; বোকা এবং বর্বরেরা একইরকম বিনষ্ট হয় এবং তারা অন্যদের জন্য তাদের সম্পদ ছেড়ে দেন।

অধ্যায় দেখুন কপি




গীত 49:10
21 ক্রস রেফারেন্স  

কিন্তু আল্লাহ্‌ তাকে বললেন, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে, তবে তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে?


সত্যি, মানুষ ছায়ার মত গমনাগমন করে, সত্যি, তারা অসারতার জন্যই ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তা সংগ্রহ করবে, জানে না।


আর যেমন মানুষের জন্য এক বার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে,


কিন্তু তারা সকলে পশুর মত ও স্থূলবুদ্ধি সম্পন্ন; তাদের মূর্তিগুলো যে শিক্ষা দেয় তা কাঠের মতই অসার।


সত্যি, আমি মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ, মানুষের বিবেচনা আমার নেই।


হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর; হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?


আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুর মত ছিলাম।


কেননা মরণকালে সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ঐশ্বর্য তার সঙ্গে যাবে না।


ডিমে তা না দিলেও যেমন তিতির পাখি বাচ্চাদের সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অসৎ উপায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্ধেক বয়সে তাকে ছেড়ে যাবে এবং শেষকালে সে মূঢ় হয়ে পড়বে।


বস্তুত যে ব্যক্তি আল্লাহ্‌র প্রীতিজনক, তাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন; কিন্তু গুনাহ্‌গারকে কষ্ট দেন, যেন সে আল্লাহ্‌র প্রীতিজনক ব্যক্তিকে দেবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে। এও অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।


যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে; কিন্তু যে তিরস্কার ঘৃণা করে, সে পশুর সমান!


গজব নেমে আসার দিনে ধন উপকারে আসে না; কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।


হে মাবুদ, তোমার হাত দিয়ে মানুষের হাত থেকে, সাংসারিক মানুষের থেকে, আমাকে বাঁচাও, তাদের উত্তরাধিকার তো এই জীবনে; তুমি নিজের ধনে তাদের উদর পূর্ণ করছো; তারা সন্তানে তৃপ্ত হয়, নিজ নিজ শিশুদের জন্য তাদের অবশিষ্ট সম্পত্তি রেখে যায়।


হে মালিক, তোমার সেই পূর্বকালীন অটল মহব্বত কোথায়? তুমি তো তোমার বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করেছিলে।


জ্ঞানবানদের ধনই তাদের মুকুট; কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা অজ্ঞানতামাত্র।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন