Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 49:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন,; জগৎবাসীরা সকলে, কান দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে লোকসকল, তোমরা শোনো; সকল পৃথিবীবাসীরা, কর্ণপাত করো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শোন হে জাতিবৃন্দ, আমার কথা শোন, শোন জগতের সকল অধিবাসী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে জাতিসকল, তোমরা শোন। পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 শোন, সমস্ত লোকেরা; কান দাও, বিশ্বের সব বাসিন্দারা।

অধ্যায় দেখুন কপি




গীত 49:1
22 ক্রস রেফারেন্স  

হে আমার স্বজাতি, আমার উপদেশ শোন, আমার মুখের কথায় কান দাও।


যার কান আছে, সে শুনুক, রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে তাকে আমি গুপ্ত “মান্না” এবং একখানি শ্বেত পাথর দেব, সেই পাথরের উপরে “নতুন একটি নাম” লেখা আছে; আর কেউই সেই নাম জানে না, কেবল যে তা গ্রহণ করে, সেই জানে।


যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, তাকে আমি আল্লাহ্‌র “পরমদেশস্থ জীবন-বৃক্ষের” ফল ভোজন করতে দেব।


কিন্তু আমি বলি, তারা কি শুনতে পায় নি? পেয়েছে বৈ কি! “তাদের আওয়াজ সারা দুনিয়াতে, তাদের কথা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে পড়লো।”


আল্লাহ্‌ কি কেবল ইহুদীদের আল্লাহ্‌, অ-ইহুদীদেরও কি নন? হ্যাঁ, তিনি অ-ইহুদীদেরও আল্লাহ্‌,


যার শুনবার কান আছে সে শুনুক।


সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক; দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।


যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন।


যার কান আছে, সে শুনুক, রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, দ্বিতীয় মৃত্যু তার অনিষ্ট করবে না।


যার কান আছে সে শুনুক।


কারণ সূর্যের উদয়স্থান থেকে তার অস্তগমনস্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ জ্বালায় ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হচ্ছে; কেননা জাতিদের মধ্যে আমার নাম মহৎ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


হে জাতিরা, তোমরা সকলেই শোন; হে দুনিয়া ও তার সমস্ত বস্তু, মনোযোগ দাও; আর সার্বভৌম মাবুদ তোমাদের বিরুদ্ধে সাক্ষী হোন, প্রভু তাঁর পবিত্র এবাদতখানা থেকে সাক্ষী হোন।


তিনি বলেন, এটি লঘু বিষয় যে, তুমি যে ইয়াকুবের বংশগুলোকে উঠাবার জন্য, ইসরাইলের রক্ষাপ্রাপ্ত লোকদেরকে পুনর্বার আনবার জন্য আমার গোলাম হও, আমি তোমাকে জাতিদের দীপ্তিস্বরূপ করবো, যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত আমার উদ্ধারস্বরূপ হও।


হে আসমান শোন, হে দুনিয়া কান দাও, কেননা মাবুদ বলেছেন। আমি সন্তানদের লালন-পালন করেছি ও বড় করে তুলেছি, আর তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


এসো, বৎসরা, আমার কথা শোন, আমি তোমাদেরকে মাবুদের ভয় শিক্ষা দিই।


মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়, আমাদের আল্লাহ্‌র নগরে, তাঁর পবিত্র পর্বতে।


আল্লাহ্‌ আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।


আল্লাহ্‌, মাবুদ আল্লাহ্‌ কথা বলেছেন, সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত তিনি দুনিয়াকে আহ্বান করেছেন।


হরিণী যেমন পানির স্রোতের আকাঙ্খা করে, তেমনি, হে আল্লাহ্‌, আমার প্রাণ তোমার আকাঙ্খা করছে।


নবী ইয়ারমিয়া এহুদার সমস্ত লোক ও জেরুশালেম-নিবাসী সকলের কাছে তা তবলিগ করে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন