Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 47:7 - কিতাবুল মোকাদ্দস

7 কেননা আল্লাহ্‌ সমস্ত দুনিয়ার বাদশাহ্‌; বুদ্ধি সহযোগে তাঁর প্রশংসা-গজল কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা; গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ঈশ্বরই সমগ্র পৃথিবীর অধিপতি, গানে গানে তাঁর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা; বুদ্ধি সহযোগে স্তব কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঈশ্বরই সারা পৃথিবীর রাজা। তাঁরই প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর উপরের রাজা; বুদ্ধির সাথে স্তব কর।

অধ্যায় দেখুন কপি




গীত 47:7
7 ক্রস রেফারেন্স  

আর মাবুদ সমস্ত দেশের উপরে বাদশাহ্‌ হবেন; সেদিন মাবুদ অদ্বিতীয় হবেন এবং তাঁর নামও অদ্বিতীয় হবে।


মসীহের কালাম প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় জবুর শরীফের গজল, প্রশংসা গজল ও রূহানিক গজল দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে নিজ নিজ অন্তরে আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও।


আল্লাহ্‌ জাতিদের উপরে রাজত্ব করেন; আল্লাহ্‌ তাঁর পবিত্র সিংহাসনে উপবিষ্ট।


পরে সপ্তম ফেরেশতা তূরী বাজালেন, তখন বেহেশতে জোরে জোরে এরকম বাণী হল, ‘দুনিয়ার রাজ্য আমাদের প্রভুর ও তাঁর মসীহের হল এবং তিনি যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করবেন।’


কেননা সর্বশক্তিমান মাবুদ ভয়াবহ, তিনি সমস্ত দুনিয়ার উপরে মহান বাদশাহ্‌।


কেননা তঁাঁর ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁর অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাবেলা কান্নাকাটি মেহমানরূপে আসে, কিন্তু খুব ভোরে আনন্দ উপস্থিত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন