গীত 45:9 - কিতাবুল মোকাদ্দস9 তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্জাদীরা আছেন, তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী, ওফীরের সোনা দিয়ে সেজে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তোমার রাজসভা অলঙ্কৃত করেছেন যে সমাদৃত মহিলাবৃন্দ তাঁদের মাঝে আছেন বহু রাজনন্দিনী, ওফির দেশের স্বর্ণাভরণে সুশোভিতা রাজমহিষী দাঁড়িয়ে আছেন তোমার দক্ষিণে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তোমার মহিলারত্নদিগের মধ্যে রাজকন্যারা আছেন, তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রাণী, ওফীরীর সুবর্ণে ভূষিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তোমাদের সম্মানিত নারীদের মধ্যে রাজকন্যারা রয়েছেন; তোমার ডান হাতে দিকে ওফীরের সোনার মধ্যে পরিহিত রানী দাঁড়িয়ে আছেন। অধ্যায় দেখুন |