Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 45:8 - কিতাবুল মোকাদ্দস

8 গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়, হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে; আর হাতির দাঁতের রাজপ্রাসাদে তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পুষ্পসার, অগুরু ও দারুচিনির সৌরভে সুবাসিত হয় তোমার বসন। গজদন্তের কারুকার্য শোভিত প্রাসাদে বীণার ঝঙ্কারে বিনোদিত হয়চিত্ত তোমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত। হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সব পোশাক সুবাসিত হয়; হাতির দাঁতের প্রাসাদ থেকে তারযুক্ত যন্ত্রগুলো তোমাকে আনন্দিত করেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 45:8
20 ক্রস রেফারেন্স  

তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত; এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।


আর যিনি প্রথমে রাতের বেলায় তাঁর কাছে এসেছিলেন, সেই নীকদীমও গন্ধরসে মিশানো অনুমান পঞ্চাশ সের অগুরু নিয়ে আসলেন।


যতক্ষণ দিন শীতল না হয়, ও ছায়াগুলো পালিয়ে না যায়, ততক্ষণ আমি গন্ধরসের পর্বতে যাব, আর কুন্দুরুর পর্বতে যাব।


পরে তাঁরা বাড়ির মধ্যে গিয়ে শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন ও ভূমিষ্ঠ হয়ে তাঁকে সেজ্‌দা করলেন এবং তাঁদের ধনকোষ খুলে তাঁকে সোনা, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।


আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগেছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করে বললেন,


তুমি আমাকে জীবনের পথ জানাবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার ডান হাতে নিত্য সুখভোগ।


ঈমানের আদিকর্তা ও সিদ্ধিকর্তা ঈসার প্রতি দৃষ্টি রাখি; তিনিই তাঁর সম্মুখস্থ আনন্দের জন্য ক্রুশীয় মৃত্যু সহ্য করলেন, অপমান তুচ্ছ করলেন এবং আল্লাহ্‌র সিংহাসনের ডান পাশে উপবিষ্ট হয়েছেন।


আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো, তোমাদেরকে বলতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি।


আমি শীতকালের ও গ্রীষ্মকালের বাড়িকে আঘাত করবো; হাতির দাতের বাড়িগুলো নষ্ট হবে এবং অনেক বাড়ি ধ্বংস হবে, মাবুদ এই কথা বলেন।


তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত, তরল গন্ধরস ক্ষরণকারী।


আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম; তখন গন্ধরসে আমার হাত ভিজল, আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল, অর্গলের হাতলের উপরে।


গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে, বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে, ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?


আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত, যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।


তবল ও নৃত্যযোগে তাঁর প্রশংসা কর; তারযুক্ত যন্ত্র ও বাঁশীর আওয়াজে তাঁর প্রশংসা কর;


আহাবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ এবং তিনি যে হাতির দাঁতের বাড়ি নির্মাণ করেছিলেন, আর যে সমস্ত নগর নির্মাণ করলেন সেই সমস্ত কথা কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?


তারা আনন্দে ও উল্লাসে আনীতা হবে, তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।


কেননা মাবুদ ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন; সরল লোক তাঁর মুখ দর্শন করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন