গীত 45:6 - কিতাবুল মোকাদ্দস6 হে আল্লাহ্, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 চিরস্থায়ী তোমার মহান সিংহাসন, তোমার রাজদণ্ড নিরপেক্ষ ন্যায়ের দণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে! আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 ঈশ্বর, তোমাকে যে সিংহাসন দিয়েছেন তা চিরদিনের জন্য হচ্ছে; তোমার রাজদন্ড ন্যায়বিচারের রাজদন্ড। অধ্যায় দেখুন |