Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 43:5 - কিতাবুল মোকাদ্দস

5 হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এত হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তবগান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কেন আমি এত দুঃখিত? কেন আমি এত অবসন্ন? আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ‌। আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব। তিনি আমায় রক্ষা করবেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কেন তুমি আমার প্রাণকে নিরুৎসাহিত করছ? তুমি ঈশ্বরের আশা কর; কারণ আমি এখনও তাঁর প্রশংসা করবো, তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।

অধ্যায় দেখুন কপি




গীত 43:5
3 ক্রস রেফারেন্স  

হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র উপরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল গাইব; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।


আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে; সেজন্য আমি তোমাকে স্মরণ করছি, জর্ডানের দেশ হতে, আর হর্মোণ পাহাড়শ্রেণী, মিৎসিয়র পর্বত হতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন