Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 41:13 - কিতাবুল মোকাদ্দস

13 মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, ধন্য হোন, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমিন ও আমিন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমেন ও আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তুমি ধন্য হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল অবধি! আমেন! আমেন!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল ইইতে অনন্তকাল পর্য্যন্ত। আমেন ও আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন। আমেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 হে সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর, চিরকাল থেকে অনন্তকাল পর্যন্ত প্রশংসিত হও। আমেন এবং আমেন।

অধ্যায় দেখুন কপি




গীত 41:13
19 ক্রস রেফারেন্স  

ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;


সেই চারটি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি করে পাখা এবং তাঁরা চারদিকে ও ভিতরে চোখে পরিপূর্ণ; আর তাঁরা দিনরাত বিরামহীনভাবে এই কথা বলছেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু আল্লাহ্‌ সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন।’


মাবুদ ধন্য হোন, চিরকালের জন্য! আমিন, আমিন।


মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। সমস্ত লোক বলুক, আমিন। মাবুদের প্রশংসা হোক!


শ্বাসবিশিষ্ট সকলেই মাবুদের প্রশংসা করুক! মাবুদের প্রশংসা হোক।


‘আমিন; শুকরিয়া ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগপর্যায়ের যুগে যুগে আমাদের আল্লাহ্‌র প্রতি বর্তুক। আমিন।’


আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে মাবুদের শুকরিয়া করলেন। দাউদ বললেন, হে মাবুদ তোমার প্রশংসা হোক, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্‌, তুমি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছ।


আর আমাদেরকে পরীক্ষাতে এনো না, কিন্তু মন্দ থেকে রক্ষা কর।


নতুবা যদি তুমি রূহে শুকরিয়া দাও, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে, সে কেমন করে তোমার শুকরিয়াতে ‘আমিন’ বলবে? তুমি কি বলছো, তা তো সে জানে না।


ইয়ারমিয়া নবী বললেন, আমিন; মাবুদ তা-ই করুন; মাবুদের গৃহের পাত্রগুলো ও বন্দী লোকগুলোকে ব্যাবিলন থেকে এই স্থানে ফিরিয়ে আনবার বিষয়ে তুমি যে যে ভবিষ্যদ্বাণী বললে, মাবুদ তোমার সেসব কালাম সিদ্ধ করুন।


মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।


‘হে প্রভু আল্লাহ্‌, সর্বশক্তিমান, তুমি আছ ও ছিলে, আমরা তোমার শুকরিয়া করছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করে রাজত্ব করেছ।


তাতে যিহোয়াদার পুত্র বনায় বাদশাহ্‌কে জবাবে বললেন, আমিন, আমার মালিক বাদশাহ্‌র আল্লাহ্‌ মাবুদও এ-ই বলুন।


যিনি এসব কথার সাক্ষ্য দেন, তিনি বলছেন, সত্যি, আমি শীঘ্র আসছি। আমিন; প্রভু ঈসা, এসো।


আর এই বদদোয়াযুক্ত পানি তোমার উদরে প্রবেশ করে তোমার উদর স্ফীত ও স্ত্রী-অঙ্গ অকেজো হবে। তখন সেই স্ত্রী বলবে, “আমিন, আমিন”।


মাবুদ নম্রদেরকে সুস্থির রাখেন, তিনি দুষ্টদেরকে ভূমিতে ছুড়ে ফেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন