Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 40:16 - কিতাবুল মোকাদ্দস

16 যারা তোমার খোঁজ করে, তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যারা তোমার উদ্ধার ভালবাসে, তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে, তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কিন্তু যারা তোমার অন্বেষণে রত তোমারই নামে তারা করুক আনন্দ উল্লাস, তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ। সতত বলুক তারা: ধন্য আমাদের মহান প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়। তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে। অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কিন্তু যারা তোমাকে খুঁজবে তারা আনন্দিত হবে এবং তোমার মধ্যে খুশী হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা যেন ক্রমাগত বলে, “সদাপ্রভুুকে প্রশংসা দাও।”

অধ্যায় দেখুন কপি




গীত 40:16
15 ক্রস রেফারেন্স  

যারা আমার ধার্মিকতায় প্রীত, তারা আনন্দধ্বনি করুক আহ্লাদিত হোক, দিনরাত বলুক, মাবুদ মহিমান্বিত হোন, যিনি নিজের গোলামের সহিসালামতে প্রীত।


কিন্তু ধার্মিকেরা আনন্দ করুক, আল্লাহ্‌র সাক্ষাতে উল্লাস করুক, তারা আনন্দে আহ্লাদিত হোক।


আর এই কথা ইফিষ-নিবাসী ইহুদী ও গ্রীক সকলেই জানতে পেল, তাতে সকলে খুব ভয় পেল এবং প্রভু ঈসার নাম প্রশংসিত হতে লাগল।


আমার চোখ ক্ষীণ হচ্ছে, তোমার উদ্ধারের জন্য, ও তোমার ধর্মময় প্রতিজ্ঞা পূর্ণতার জন্য।


তাঁর পবিত্র নামের গর্ব কর; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।


নম্র লোকেরা ভোজন করে তৃপ্ত হবে, যারা মাবুদের খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে; তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক।


তোমার নির্দেশগুলো আমি চিরতরে অধিকার করেছি, কারণ সেই সমস্ত আমার অন্তরের আনন্দ বৃদ্ধি করে।


তোমার উদ্ধারের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার কালামের অপেক্ষা করি।


তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো; বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।”


হে মানুষের সন্তান, জেরুশালেমের বিষয়ে টায়ার বলেছে, ‘বাহবা, জাতিদের তোরণদ্বার ভেঙ্গে গেছে; সে আমার দিকে ফিরেছে; আমি পূর্ণা হব, সে তো উচ্ছিন্ন হয়েছে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন