Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 39:7 - কিতাবুল মোকাদ্দস

7 এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব? আমার আশা একমাত্র তোমাতেই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 হে প্রভু, আমি তাহলে কিসের আশায় থাকব? তুমিই আমার আশা ও ভরসা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এখন, হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 এখন, প্রভু, আমি কি জন্য অপেক্ষা করছি? তুমি আমার একমাত্র আশা।

অধ্যায় দেখুন কপি




গীত 39:7
12 ক্রস রেফারেন্স  

প্রত্যাশার আল্লাহ্‌ তোমাদেরকে ঈমান দ্বারা সমস্ত আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পাক-রূহের পরাক্রমে প্রত্যাশায় উপচে পড়।


কারণ, হে মাবুদ, আমি তোমারই অপেক্ষা করছি; হে মালিক, আমার আল্লাহ্‌, তুমিই উত্তর দেবে।


তোমার উদ্ধারের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার কালামের অপেক্ষা করি।


মাবুদ, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করেছি, ও তোমার সমস্ত হুকুম পালন করেছি।


মাবুদ, আমি তোমার উদ্ধারের অপেক্ষায় রয়েছি।


যদি তিনি আমাকে বধও করেন, তবুও আমি তাঁর অপেক্ষা করবো, কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো।


আর দেখ, শামাউন নামে এক ব্যক্তি জেরুশালেমে ছিলেন। তিনি ধার্মিক ও আল্লাহ্‌ভক্ত ছিলেন এবং ইসরাইলের সান্ত্বনার অপেক্ষা করছিলেন ও পাক-রূহ্‌ তাঁর উপরে ছিলেন।


সে ফুলের মত প্রস্ফুটিত হয়ে ম্লান হয়, সে ছায়ার মত চলে যায়, স্থির থাকে না;


তাদের আন্তরিক ভাব এরকম, তাদের বাড়ি চিরস্থায়ী, তাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকবে, তারা স্ব স্ব নাম অনুসারে ভূমির নাম রাখে।


কেননা এক ব্যক্তির পরিশ্রম প্রজ্ঞা, বিদ্যা ও কৌশল সহযুক্ত হতে পারে; তবুও যে ব্যক্তি সে বিষয়ে পরিশ্রম করে নি, তাকে তার অধিকার বলে তা দিয়ে যেতে হয়।


কোন ব্যক্তি একা থাকে, তার দ্বিতীয় কেউ নেই, পুত্র নেই, ভাইও নেই, তবুও তার পরিশ্রমের সীমা নেই, তার চোখের ধনে তৃপ্ত হয় না। সে বলে, তবে আমি কার জন্য পরিশ্রম করছি ও নিজের প্রাণকে সুখভোগ থেকে বঞ্চিত করছি? এও অসার ও ভারী কষ্টজনক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন