গীত 37:13 - কিতাবুল মোকাদ্দস13 প্রভু তাকে উপহাস করবেন, কেননা তিনি দেখেন, তার দিন আসছে। দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু প্রভু পরমেশ্বর দুর্জনকে দেখে অলক্ষ্যে হাসেন, তিনি জানেন আসন্ন তার শেষের দিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 প্রভু তাহাকে উপহাস করিবেন, কেননা তিনি দেখেন, তাহার দিন আসিতেছে। দুষ্টেরা খড়্গ নিষ্কোষ ও ধনুক আকর্ষণ করিয়াছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন। ওদের যে কি হবে, তা তিনি দেখতে পান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 প্রভু তাকে উপহাস করবে, কারণ তিনি দেখেন তার দিন আসছে। অধ্যায় দেখুন |