Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 36:3 - কিতাবুল মোকাদ্দস

3 তার মুখের কালাম অধর্ম ও ছলমাত্র; সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা, তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তার মুখের কথা শুধু মন্দতা ও ছলনায় ভরা, তার নেই কোন বিবেচনা বোধ, সদাচরণ সে করে না কখনও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহার মুখের বাক্য অধর্ম্ম ও ছলমাত্র; সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা। ঐ লোকের কোনদিন সত্য জ্ঞান হবে না এবং কোনদিন সে ভাল কাজ করতে শিখবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তার কথা পাপপূর্ণ এবং প্রতারণাপূর্ণ; সে জ্ঞানবান হতে এবং ভাল করতে চায় না।

অধ্যায় দেখুন কপি




গীত 36:3
26 ক্রস রেফারেন্স  

তার মুখ মাখনের মত কোমল, কিন্তু তার অন্তঃকরণ যুদ্ধময়; তার সমস্ত কথা তেলের চেয়েও মোলায়েম, তবুও সেই সমস্ত খাপ থেকে বের করা তলোয়ারস্বরূপ।


বস্তুত আমার লোকেরা অজ্ঞান, তারা আমাকে জানে না; তারা নির্বোধ বালক, তারা কদাচারে পটু, কিন্তু সদাচার করতে জানে না।


তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ; তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে।


তারা আমাদের মধ্য থেকে বের হয়েছে; কিন্তু আমাদের লোক ছিল না; কেননা যদি আমাদের হত তবে আমাদের সঙ্গে থাকতো; কিন্তু তারা বের হয়ে গেছে, যেন প্রকাশ হয়ে পড়ে যে, সকলে আমাদের নয়।


কিন্তু আমরা বিনাশের জন্য সরে পড়বার লোক নই, বরং প্রাণ-রক্ষার জন্য ঈমানের লোক।


আর তাদের মধ্যে এক জন আলেম ঈসাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো,


এবং যারা মাবুদের পিছনে চলা থেকে ফিরে গেছে ও যারা মাবুদের খোঁজ করে নি ও তাঁর অনুসন্ধান করে নি।


তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে, তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]


কিন্তু যারা নিজেদের বাঁকা পথ অনুসরণ করে, মাবুদ তাদেরকে দুর্বৃত্তদের সহপথিক করবেন। ইসরাইলের উপরে শান্তি বর্তুক।


হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর; হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?


দুষ্টরা গর্ভ হতেই বিপথগামী, তারা জন্ম হতেই মিথ্যা বলতে বলতে ভুল পথে যাতায়াত করে।


কেননা ওদের মুখে স্থিরতা কিছুই নেই; তাদের অন্তর দুষ্টতায় পূর্ণ, তাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তারা তাদের জিহ্বা দ্বারা প্রতারণা করে।


তখন তালুত বললেন, আমি গুনাহ্‌ করেছি; বৎস দাউদ, ফিরে এসো; আমি আর তোমার ক্ষতি করবো না, কেননা আজ আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য হল। দেখ, আমি নির্বোধের কাজ করেছি ও বড়ই ভ্রান্ত হয়েছি।


তালুত বললেন, আমি তাকে সেই কন্যা দেব; সে তাঁর ফাঁদস্বরূপ হোক ও ফিলিস্তিনীদের হাত তাঁর উপরে উঠুক। অতএব তালুত দাউদকে বললেন, তুমি আজ দ্বিতীয়বার আমার জামাতা হও।


তখন মাবুদের রূহ্‌ তালুতকে ত্যাগ করেছিলেন, আর মাবুদের কাছ থেকে একটি দুষ্ট রূহ্‌ এসে তাঁকে উত্ত্যক্ত করতে লাগল।


শামুয়েল তালুতকে বললেন, আমি তোমার সঙ্গে ফিরে যাব না; কেননা তুমি মাবুদের কালাম অগ্রাহ্য করেছ, আর মাবুদ তোমাকে অগ্রাহ্য করে ইসরাইলের রাজ্যচ্যুত করেছেন।


কেননা আমি মাবুদের পথে চলেছি, দুষ্টতাপূর্বক আমার আল্লাহ্‌কে ছেড়ে দিই নি।


যিহোশাফট তাঁর পিতা আসার পথে চলতেন, সেই পথ থেকে ফিরতেন না, মাবুদের দৃষ্টিতে যা নায্য তা-ই করতেন।


কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না, কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।


ইসরাইল, যা ভাল, তা দূরে ফেলে দিয়েছে, দুশমন তার পিছনে পিছনে দৌড়ে যাবে।


পরে এসে তা মার্জিত ও সাজানো দেখতে পায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন