গীত 35:8 - কিতাবুল মোকাদ্দস8 অজ্ঞাতসারে তার সর্বনাশ উপস্থিত হোক; সে গোপনে পাতা নিজের জালে নিজে ধরা পড়ুক, সেই সর্বনাশে সে নিজেই ধরা পড়ুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 অতর্কিতে তাদের উপর যেন ধ্বংস নেমে আসে— ওদের পাতা গোপন ফাঁদে যেন ওরা নিজেরাই ধরা পড়ে, ওদের খোঁড়া গর্তে যেন ওরা পড়ে আর ধ্বংস হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ওদের অজ্ঞাতসারে নেমে আসুক সর্বনাশ নিজেদের পাতা গোপন ফাঁদে নিজেরাই পড়ুক ধরা, অতর্কিতে পড়ুক ওরা ধ্বংসের কবলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 অজ্ঞাতসারে তাহার সর্ব্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্ব্বনাশে সে পতিত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন। নিজেদের জালেই ওরা হোঁচট খাক্। কোন অজানা বিপদ যেন ওদের উপরে বর্তায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আশ্চর্য্যভাবে তাদের ধ্বংস করে দিন। তারা তাদের স্থাপন করা জালেই ধরা পড়ুক। তারা তাদের ধ্বংসের মধ্যে পড়ুক। অধ্যায় দেখুন |