গীত 35:7 - কিতাবুল মোকাদ্দস7 কেননা তারা অকারণে আমার জন্য গর্তের মধ্যে গুপ্ত জাল পেতেছে, অকারণে আমার প্রাণের জন্য খাদ খনন করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 যেহেতু ওরা অকারণে আমার জন্য গোপন ফাঁদ পেতেছে, আর অকারণেই আমার জন্য গর্ত খুঁড়েছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অকারণে ওরা আমার জন্য পেতেছে গোপন ফাঁদ আমার বিনাশের জন্য খুঁড়েছে গভীর খাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কেননা তাহারা অকারণে আমার জন্য গর্ত্তমধ্যে গুপ্ত জাল পাতিয়াছে, অকারণে আমার প্রাণের জন্য খাত খুঁড়িয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে। সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ তারা আমার জন্য জাল স্থাপন করে; অকারণে আমার জীবনের জন্য গর্ত খোঁড়ে। অধ্যায় দেখুন |