Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 35:21 - কিতাবুল মোকাদ্দস

21 তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো; বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 তারা আমার প্রতি অবজ্ঞা করে আর বলে, “হা! হা! আমরা নিজেদের চোখে এসব দেখেছি।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 ওরা আমার বিরুদ্ধে অভিযােগ করে, উচ্চস্বরে বিদ্রূপ করে বলে আমায়,‘তোমার সব কীর্তিই দেখেছি আমরা!’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তাহারা আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত; বলিত, ‘অহো! অহো! আমাদের চক্ষু দেখিয়াছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে। ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তারা তাদের মুখ খুলে আমার বিরুদ্ধে প্রশস্ত করত; তারা বলত, “হ্যাঁ, হ্যাঁ, আমাদের চোখ এইটা দেখেছে।”

অধ্যায় দেখুন কপি




গীত 35:21
11 ক্রস রেফারেন্স  

তারা নিজেদের লজ্জার দরুন স্তম্ভিত হোক, যারা আমাকে বলে, আহা! আহা!


তারা আমার প্রতি মুখ খুলে হা করে, বিদীর্ণকারী সিংহ যেন গর্জন করছে।


যারা বলে, আহা, আহা, তারা নিজেদের লজ্জার দরুন ফিরে যাক।


অরাম সম্মুখে ও ফিলিস্তিনীরা পিছনে; তারা হা করে ইসরাইলকে গ্রাস করবে এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও বাড়ানো রয়েছে।


কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন, এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে ।


তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন, তারা আমার সাক্ষাতে তাদের বল্‌গা ফেলে দিয়েছে।


আমাকে পানির মত সেচন করা হচ্ছে, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের মত হয়েছে, তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।


যারা তোমার খোঁজ করে, তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যারা তোমার উদ্ধার ভালবাসে, তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।


তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে, তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে, বলে, আমরা তাকে গ্রাস করলাম, এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম; আমরা পেলাম, দেখলাম।


তুমি অম্মোনীয়দেরকে বল, তোমরা সার্বভৌম মাবুদের কালাম শোন। সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি আমার পবিত্র স্থান অপবিত্র করা হয়েছে দেখে তার বিষয়ে, ইসরাইল-ভূমি ধ্বংস হতে দেখে তার বিষয়ে এবং এহুদা-কুল বন্দী হয়ে যাত্রা করেছে দেখে তার বিষয়ে, বলেছ, ‘বাহবা, বাহবা’;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন