Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 35:18 - কিতাবুল মোকাদ্দস

18 আমি মহাসমাজের মধ্যে তোমার প্রশংসা করবো, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 মহাসমাবেশে আমি তোমাকে ধন্যবাদ জানাব; অগণিত মানুষের মাঝে আমি তোমার প্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আমি সুবিপুল জনসমাবেশে করব তোমার স্তব, অসংখ্য লোকের মাঝে করব তোমার প্রশংসা গান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আমি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো। সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তারপর আমি মহা সমাজের মধ্যে তোমার ধন্যবাদ করব; আমি অনেক লোকের মধ্যে তোমার প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি




গীত 35:18
13 ক্রস রেফারেন্স  

তিনি বলেন, “আমি আমার ভাইদের কাছে তোমার নাম তবলিগ করবো, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা-গান করব।”


মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো, তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;


আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো; তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।


এজন্য বলবান লোকেরা তোমার গৌরব করবে, নিষ্ঠুর জাতিদের নগর তোমাকে ভয় করবে।


এবং অ-ইহুদীরা যেন আল্লাহ্‌র করুণার জন্যই তাঁর গৌরব করে; যেমন লেখা আছে, “এজন্য আমি জাতিদের মধ্যে তোমার গৌরব স্বীকার করবো, তোমার নামের উদ্দেশে প্রশংসা-গান করবো।”


তারা আসবে, তাঁর ধর্মশীলতা জানাবে, ভবিষ্যত প্রজন্মের লোকদের বলবে, তিনি কার্যসাধন করেছেন।


মাবুদের প্রশংসা হোক! আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া করবো, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন