Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 34:9 - কিতাবুল মোকাদ্দস

9 হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর, কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো, কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে প্রভুর ভক্তবৃন্দ, সম্ভ্রম কর প্রভুকে, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের অভাব হয় না কখনও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 হে তাঁহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় কর, কেননা তাঁহার ভয়কারীদের অভাব হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর। কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তাঁর মনোনীত লোকেরা সদাপ্রভুুকে ভয় কর, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন অভাব হয় না।

অধ্যায় দেখুন কপি




গীত 34:9
13 ক্রস রেফারেন্স  

যিনি নিজের পুত্রের প্রতি মমতা করলেন না, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে মৃত্যুর হাতে তুলে দিলেন, তিনি কি তাঁর সঙ্গে সব কিছুই আমাদেরকে দান করবেন না?


আর আমার আল্লাহ্‌ মসীহ্‌ ঈসাতে স্থিত আপন গৌরবের ধন অনুসারে তোমাদের সমস্ত অভাব পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন।


মাবুদ আমার পালক, আমার অভাব হবে না।


হে মাবুদের সমস্ত পবিত্র লোক, তোমরা তাঁকে মহব্বত কর; মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন, কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন।


আল্লাহ্‌ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।


তখন তিনি বললেন, যুবকটির প্রতি তোমার হাত বাড়িয়ো না, ওর প্রতি কিছুই করো না, কেননা এখন আমি বুঝলাম, তুমি আল্লাহ্‌কে ভয় কর, আমাকে নিজের একমাত্র পুত্রকে দিতেও অসম্মত হও নি।


পরে বনি-ইসরাইল ফিরে আসবে, নিজেদের আল্লাহ্‌ মাবুদ ও নিজেদের বাদশাহ্‌ দাউদের খোঁজ করবে এবং পরবর্তীকালে সভয়ে মাবুদ ও তাঁর মঙ্গল-ভাবের আশ্রয় নেবে।


মাবুদের ভয়কারীগণ! তাঁর প্রশংসা কর; ইয়াকুবের সমস্ত বংশ! তাঁকে সম্মান কর; তাঁকে ভয় কর, ইসরাইলের সমস্ত বংশ!


পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে। সুখী তারা সকলে, যাঁরা তাঁর মধ্যে আশ্রয় নেয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন