Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 34:11 - কিতাবুল মোকাদ্দস

11 এসো, বৎসরা, আমার কথা শোন, আমি তোমাদেরকে মাবুদের ভয় শিক্ষা দিই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো; আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 বৎসগণ, শোন আমার কথা, তোমাদের শেখাব আমি ঈশ্বরভক্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আইস, বৎসগণ, আমার বাক্য শুন, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শিশুরা, আমার কথা শোন, আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 এস, সন্তানেরা, আমার কথা শোন, আমি তোমাকে সদাপ্রভুুর ভয়ের শিক্ষা দিই।

অধ্যায় দেখুন কপি




গীত 34:11
20 ক্রস রেফারেন্স  

মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ; অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।


মাবুদের ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তদনুযায়ী কাজ করে, সে সুবুদ্ধি পায়; তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।


আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব, তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।


‘সে কাকে জ্ঞান শিক্ষা দেবে? কাকে বার্তা বুঝিয়ে দেবে? কি তাদেরকে, যারা দুধ ছেড়েছে ও স্তন্যপানে নিবৃত্ত হয়েছে?


যারা আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি, যারা সযত্নে আমার খোঁজ করে, তারা আমাকে পায়।


এখন বৎসরা, আমার কথা শোন, আমার মুখের কথায় মনযোগ দাও।


বৎসরা, পিতার উপদেশ শোন, সুবিবেচনা বুঝবার জন্য মনোযোগ দাও।


হে আল্লাহ্‌-ভীত লোকেরা, তোমরা এসে শোন,; আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তা বর্ণনা করি।


বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তা ছাড়বে না।


এছাড়া, তুমি শিশুকাল থেকে পাক-কিতাবগুলোর সঙ্গে পরিচিত; এই কিতাবগুলোই তোমাকে মসীহ্‌ ঈসা সম্বন্ধীয় ঈমান দ্বারা নাজাতের জন্য জ্ঞানবান করতে পারে।


অতএব বৎসরা, এখন আমার কথা শোন; কেননা তারা সুখী, যারা আমার পথে চলে।


হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক, তুমি তোমার হৃদয়ের আবেগ-তাড়িত পথগুলোতে ও তোমার চোখের দৃষ্টিতে চল; কিন্তু জেনো, আল্লাহ্‌ এসব ধরে তোমাকে বিচারে আনবেন।


সন্তানেরা, এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা আমার খোঁজ করবে, আর আমি যেমন ইহুদীদেরকে বলেছিলাম। ‘আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা যেতে পার না,’ তেমনি তোমাদেরকেও এখন তা-ই বলছি।


খাদ্যের অভাবে পশুরাজ প্রাণত্যাগ করে, সিংহীর শাবকরা ছিন্নভিন্ন হয়।


মাবুদ আমার পালক, আমার অভাব হবে না।


কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।


তার বাড়িতে ধন ও ঐশ্বর্য থাকে, তার ধার্মিকতা নিত্যস্থায়ী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন