Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 33:1 - কিতাবুল মোকাদ্দস

1 ধার্মিকগণ মাবুদে আনন্দ ধ্বনি কর; প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো; তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 জয়ধ্বনি কর হে ধার্মিকবৃন্দ, প্রভু পরমেশ্বরের নামে হর্ষধ্বনি কর। ন্যায়নিষ্ঠদের মুখেই মানায় স্তুতিগান। তাঁর অনুগত ভক্তের মুখেই শোভা পায় তাঁর স্তুতিগান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ধার্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দধ্বনি কর; প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর! ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ধার্ম্মিকেরা, সদাপ্রভুুতে আনন্দ কর; প্রশংসা করা ন্যায়পরায়ণদের জন্য উপযুক্ত।

অধ্যায় দেখুন কপি




গীত 33:1
12 ক্রস রেফারেন্স  

হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর; হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।


তোমরা প্রভুতে সব সময় আনন্দ কর; পুনরায় বলবো, আনন্দ কর।


মাবুদের প্রশংসা হোক! কেননা আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গান করা উত্তম; তা মনোহর ও প্রশংসার উপযুক্ত।


ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে; মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।


হে ধার্মিকেরা, মাবুদে আনন্দ কর, তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।


দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়; কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।


মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।


যেমন লেখা আছে, “ধার্মিক কেউই নেই, এক জনও নেই,


কারণ যেমন সেই একজনের অবাধ্যতার ফলে অনেককে গুনাহ্‌গার বলে ধরা হল, তেমনি সেই আর এক ব্যক্তির বাধ্যতা দ্বারা অনেককে ধার্মিক বলে ধরা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন