Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 32:10 - কিতাবুল মোকাদ্দস

10 দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে, সে অটল মহব্বতে বেষ্টিত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 দুষ্টের অনেক দুর্দশা হয়, কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 গীতিকারের বক্তব্য: দুর্জনের অনেক যন্ত্রণা, কিন্তু যে প্রভুর উপর নির্ভর করে, তাকে ঘিরে রাখে তাঁরই করুণা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 মন্দ লোকদের কাছে অনেক যন্ত্রণা আসবে। কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তাঁর প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 দুষ্ট লোকের অনেক দুঃখ আছে; কিন্তু যারা সদাপ্রভুুর ওপর বিশ্বাস রাখে তাদের চারিদিকে তাঁর বিশ্বস্ততা ঘিরে থাকে।

অধ্যায় দেখুন কপি




গীত 32:10
20 ক্রস রেফারেন্স  

যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।


অমঙ্গল গুনাহ্‌গারদের পিছনে পিছনে দৌড়ায়; কিন্তু ধার্মিকদেরকে মঙ্গলরূপ পুরস্কার দেওয়া হয়।


মাবুদ তাদের উপর সন্তুষ্ট, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, যারা তাঁর অটল মহব্বতের অপেক্ষায় থাকে।


সুখী লোকেরা যাদের সহায় ইয়াকুবের আল্লাহ্‌, যাদের আশাভূমি মাবুদ, তাদের আল্লাহ্‌।


আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়; সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।


কেননা তুমি ধার্মিককে দোয়া করবে, হে মাবুদ, তুমি ঢালের মত তাকে প্রসন্নতায় বেষ্টন করবে।


কেননা ধনাসক্তি সমস্ত মন্দতার একটা মূল; তাতে রত হওয়াতে অনেক লোক ঈমান থেকে সরে বিপথগামী হয়েছে এবং নিজেরা নিজদের উপর অনেক যাতনা ডেকে এনেছে।


হে বাহিনীগণের মাবুদ, সুখী সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।


যারা দেব-দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাবে; রক্তরূপ তাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করবো না, আমার ওষ্ঠাধরে তাদের নাম নেব না।


পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে। সুখী তারা সকলে, যাঁরা তাঁর মধ্যে আশ্রয় নেয়।


ধিক্‌ দুষ্টকে! অমঙ্গল ঘটবে; কেননা তার কৃতকর্মের ফল তাকে দেওয়া হবে।


গুনাহ্‌গার যদিও শতবার দুষ্কর্ম করে দীর্ঘকাল থাকে, তবুও আমি নিশ্চয় জানি, আল্লাহ্‌-ভীত লোকদের, যারা আল্লাহ্‌র সাক্ষাতে ভয় পায়, তাদের মঙ্গল হবে;


দুনিয়াতে নিন্দুকেরা স্থির থাকতে পারবে না; অমঙ্গল দুর্জনকে নিপাত করার জন্য মৃগয়া করবে।


সুখী সেই জন, যে মাবুদকে তার বিশ্বাসভূমি করে, এবং তাদের দিকে না ফেরে, যারা অহঙ্কারী ও মিথ্যা পথে ভ্রমণ করে।


আমার আল্লাহ্‌ বলেন, দুষ্ট লোকদের কোন কিছুতেই শান্তি নেই।


তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন, উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন