গীত 31:9 - কিতাবুল মোকাদ্দস9 হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ; দুঃখে আমার দৃষ্টি, বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি, কৃপা কর আমার প্রতি। দুঃখ দহনে জীর্ণ এ দেহমন, দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে। তাই আমার প্রতি সদয় হন। আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে। আমার গলা ও পেট জ্বালা করছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে। অধ্যায় দেখুন |