Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:9 - কিতাবুল মোকাদ্দস

9 হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ; দুঃখে আমার দৃষ্টি, বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি, কৃপা কর আমার প্রতি। দুঃখ দহনে জীর্ণ এ দেহমন, দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে। তাই আমার প্রতি সদয় হন। আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে। আমার গলা ও পেট জ্বালা করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 31:9
19 ক্রস রেফারেন্স  

মনস্তাপে আমার চোখ ক্ষীণ হচ্ছে; আমার সকল দুশমনের জন্য তা দুর্বল হচ্ছে।


আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি প্রতিদিন তোমাকে ডেকেছি, হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।


আমার মাংস ও আমার অন্তর ক্ষয় পাচ্ছে, তবুও আল্লাহ্‌ চিরকাল আমার অন্তরের শৈল ও আমার উত্তরাধিকার।


এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে, এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।


এখনও আমাদের চোখ ক্ষীণ হয়ে পড়ছে, মিথ্যা সাহায্যের প্রত্যাশায়; আমরা অপেক্ষা করতে করতে এমন জাতির অপেক্ষায় রয়েছি, যে রক্ষা করতে পারে না।


লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসেছিল, বন্দী হিসেবে ও লোহার শিকলে বাঁধা ছিল;


কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি, প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।


যা আমার ওষ্ঠাধর উচ্চারণ করেছে, যা সঙ্কটের সময়ে আমার মুখ বলেছে।


কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।


আমার চোখ মনস্তাপে নিস্তেজ হয়েছে, আমার সর্বাঙ্গ ছায়ার মত হয়েছে।


তিনি আমাকে বাইরে প্রশস্ত স্থানে আনলেন, আমাকে উদ্ধার করলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।


মাবুদ আমার ধার্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।


আমি দুশমনদের পিছনে দৌড়াব, তাদেরকে ধরবো, সংহার না করে ফিরে আসব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন