Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:22 - কিতাবুল মোকাদ্দস

22 আমি অধৈর্য হয়ে বলেছিলাম, আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলে তুমি আমার ফরিয়াদ শুনলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 আতঙ্কে আমি বলেছিলাম, “আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি!” তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শঙ্কায় বিহ্বল হয়ে আমি বলেছিলাম: তোমার কৃপাদৃষ্টি থেকে আমি হয়েছি বিচ্যুত। কিন্তু তোমার কাছে আমি যখন জানালাম কাতর আবেদন তুমি শুনলে আমার মিনতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আমি অধৈর্য্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়নগোচর হইতে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্ত্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না।” কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 যদিও আমি অধৈর্য্য হয়ে বলেছিলাম, “আমি তোমার চোখ থেকে বিচ্ছিন্ন,” তবুও তুমি সাহায্যের জন্য আমার আবেদন শুনেছ, যখন আমি তোমার কাছে আর্তনাদ করেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 31:22
20 ক্রস রেফারেন্স  

আমি উদ্বেগে বলেছিলাম, সব মানুষই মিথ্যাবাদী।


পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এ সমস্ত অস্থিগুলো হল ইসরাইল-কুল; দেখ, তারা বলছে, আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে এবং আমাদের আশা নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।


তোমার ক্রোধের আগুন আমার উপর দিয়ে গেছে; তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করেছে।


মাবুদ আমার ফরিয়াদ শুনেছেন; মাবুদ আমার মুনাজাত গ্রাহ্য করবেন।


আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না; বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।


যিনি মৃত্যু থেকে তাঁকে রক্ষা করতে সমর্থ, তাঁরই কাছে ঈসা এই দুনিয়াতে থাকবার সময়ে তীব্র আর্তনাদ ও অশ্রুপাত সহকারে মুনাজাত ও ফরিয়াদ করেছিলেন এবং তাঁর ভক্তির কারণে তিনি তাঁর মুনাজাতের উত্তর পেয়েছিলেন।


আমি বললাম, আমি তোমার দৃষ্টি সীমা থেকে দূরীভূত, তবুও পুনরায় তোমার পবিত্র এবাদতখানার দিকে দৃষ্টিপাত করবো।


কিন্তু সিয়োন বললো, মাবুদ আমাকে ত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গেছেন।


তখন আমি বললাম, হায়, আমি নষ্ট হলাম, কেননা আমি নাপাক-ওষ্ঠাধর মানুষ এবং নাপাক-ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করছি; আর আমার চোখ বাদশাহ্‌কে, বাহিনীগণের মাবুদকে দেখতে পেয়েছে।


পরে দাউদ মনে মনে বললেন, এর মধ্যে কোন এক দিন আমি তালুতের হাতে বিনষ্ট হবো। ফিলিস্তিনীদের দেশে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর মঙ্গল নেই; সেখানে গেলে তালুত ইসরাইলের সমস্ত অঞ্চলে আমার খোঁজ করতে ক্ষান্ত হবেন এবং আমি তাঁর হাত থেকে রক্ষা পাব।


আর তালুত পর্বতের এক পাশে গেলেন এবং দাউদ ও তাঁর লোকেরা পর্বতের অন্য পাশে গেলেন। আর দাউদ তালুতের ভয়ে স্থানান্তরে যাবার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হলেন; কেননা তাঁকে ও তাঁর লোকদের ধরবার জন্য তালুত তাঁর লোকদের সঙ্গে তাঁকে বেষ্টন করেছিলেন।


হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না, কেননা আমি তোমাকে ডেকেছি; দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক।


পরে দাউদ অবীগলকে বললেন, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ ধন্য হোন, যিনি আজ আমার সঙ্গে সাক্ষাৎ করাতে তোমাকে প্রেরণ করলেন।


তোমার আশ্চর্য অটল মহব্বত প্রকাশ কর; যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের নিস্তারকর্তা, দুশমনদের থেকে তোমার ডান হাত দ্বারাই নিস্তার করে থাক।


আল্লাহ্‌ ধন্য হোন, যিনি আমার মুনাজাত এবং আমার উপর থেকে নিজের অটল মহব্বত, দূর করেন নি।


কেননা যে কেউ যাচ্ঞা করে, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়; আর যে দ্বারে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন