Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 31:15 - কিতাবুল মোকাদ্দস

15 আমার সময়গুলো তোমার হাতে রয়েছে; আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে, আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 আমার সময় তোমারই হাতে; আমার শত্রুদের হাত থেকে আমাকে উদ্ধার করো, যারা আমাকে তাড়া করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তোমার হাতেই আমার জীবন, যে শত্রুরা আমায় করে নির্যাতন, তাদের কবল থেকে বাঁচাও আমায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে; আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে, আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 আমার জীবন আপনার হাতে রয়েছে। আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন। কিছু লোক আমায় তাড়া করছে। ওদের হাত থেকে আমায় রক্ষা করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 আমার ভবিষ্যত তোমার হাতে। আমার শত্রুদের থেকে এবং যারা আমাকে অনুসরণ করে তাদের হাত থেকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 31:15
31 ক্রস রেফারেন্স  

তিনি তাঁদেরকে বললেন, যেসব সময় বা কাল পিতা নিজের কর্তৃত্বের অধীন রেখেছেন, তা তোমাদের জানবার বিষয় নয়।


ঈসা এসব কথা বললেন, আর বেহেশতের দিকে চোখ তুলে বললেন, পিতা, সময় উপস্থিত হল; তোমার পুত্রকে মহিমান্বিত কর, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন।


তখন ঈসা তাদেরকে বললেন, আমার সময় এখনও আসে নি, কিন্তু তোমাদের সময় সর্বদাই উপস্থিত।


আমার কাতরোক্তিতে মনযোগ দাও, কেননা আমি অতিশয় ক্ষীণ হয়েছি; আমার তাড়নাকারীদের থেকে আমাকে নিস্তার কর; কেননা আমার চেয়ে তারা বলবান।


সর্বশক্তিমান থেকে কেন সময় নির্ধারিত হয় না? যারা তাঁকে জানে, তারা কেন তাঁর দিন দেখতে পায় না?


কেননা এখন আমাকে ঢালন-কোরবানীর মত ঢেলে দেওয়া হচ্ছে এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হয়েছে।


হে মাবুদ, আমার দুশমনদের থেকে আমাকে নিস্তার কর; আমি তোমারই কাছে লুকিয়েছি।


দুশমন আমার প্রাণকে তাড়না করেছে; সে আমার জীবন ভূমিতে ফেলে চূর্ণ করেছে; সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে, বহুদিন আগের মৃতদের মত করেছে।


তোমার দিন সমপূর্ণ হলে যখন তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, যে তোমার ঔরসে জন্মাবে তাকে স্থাপন করবো এবং তার রাজ্য সুস্থির করবো।


দাউদ আরও বললেন, জীবন্ত মাবুদের কসম, মাবুদই ওকে আঘাত করবেন, কিংবা তাঁর দিন উপস্থিত হলে তিনি মরবেন, কিংবা যুদ্ধে গিয়ে শেষ হয়ে যাবেন।


কারণ আমি জানি, আমার এই দেহ খুব শীঘ্রই আমাকে পরিত্যাগ করতে হবে, তা আমাদের প্রভু ঈসা মসীহ্‌ই আমাকে জানিয়েছেন।


পৌল, ভয় করো না, সম্রাটের সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে। আর দেখ, যারা তোমার সঙ্গে যাচ্ছে, আল্লাহ্‌ তাদের সকলকেই তোমায় দান করেছেন।


ঈদুল ফেসাখের আগে ঈসা এই দুনিয়া থেকে পিতার কাছে তাঁর প্রস্থান করার সময় উপস্থিত জেনে, দুনিয়াতে অবস্থিত তাঁর নিজস্ব যে লোকদেরকে মহব্বত করতেন, তাদেরকে শেষ পর্যন্ত মহব্বত করলেন।


এখন আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে; এতে কি বলবো পিতা, এই সময় থেকে আমাকে নিস্তার কর? কিন্তু এরই জন্য আমি এই সময় পর্যন্ত এসেছি।


এজন্য লোকেরা তাঁকে ধরতে চেষ্টা করলো, তবুও কেউ তাঁর উপরে হস্তক্ষেপ করলো না, কারণ তখনও তাঁর সময় উপস্থিত হয় নি।


আর যখন তাঁর ঊর্ধ্বে নীত হবার সময় পূর্ণ হয়ে আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুশালেমে যেতে উন্মুখ হলেন,


আর তোমার অটল মহব্বতে আমার দুশমনদেরকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার গোলাম।


মাবুদের দৃষ্টিতে তাঁর বিশ্বস্তদের মৃত্যুর মূল্য অনেক বেশি।


হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল, তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।


সেই রাতে প্রভু পৌলের কাছ দাঁড়িয়ে বললেন, সাহস কর, কেননা আমার বিষয়ে যেমন জেরুশালেমে সাক্ষ্য দিয়েছ, তেমনি রোমেও দিতে হবে।


কিন্তু মেঘ যদি উপরে উঠে না যেত তবে যেদিন উপরে উঠে না যেত সেদিন পর্যন্ত তারা যাত্রা করতো না।


তাতে আসা তার বিরুদ্ধে বের হয়ে আসলেন। ওরা মারেশার নিকটস্থ সফাথা উপত্যকায় সৈন্য সমাবেশ করলো।


হে আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি, আমাকে লজ্জিত হতে দিও না; আমার দুশমনেরা আমাকে নিয়ে উল্লাস না করুক।


আমি মাবুদের বিষয়ে বলবো, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার আল্লাহ্‌, আমি তাঁতে নির্ভর করবো’।


হে সার্বভৌম মাবুদ, আমার শক্তিশালী উদ্ধারকর্তা, যুদ্ধের দিনে তুমি আমার মাথা আচ্ছাদন করেছ।


মাবুদ, তুমি আমার আল্লাহ্‌; আমি তোমার প্রতিষ্ঠা করবো, তোমার নামের প্রশংসা করবো; কেননা তুমি অলৌকিক কাজ করেছ; বিশ্বস্ততায় ও সত্যে তুমি পুরাকালীন মন্ত্রণাগুলো সাধন করেছ।


আমি আফরাহীমের স্বর স্পষ্ট শুনতে পেয়েছি; সে খেদোক্তি করে বলেছে, ‘যাকে বশ করা হয় নি এমন বাছুরটির মত তুমি আমাকে শাস্তি দিয়েছ, আমি শাস্তি ভোগ করেছি; আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কেননা তুমিই আমার আল্লাহ্‌ মাবুদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন