Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:2 - কিতাবুল মোকাদ্দস

2 হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমার কাছে আর্তনাদ করলাম, আর তুমি আমাকে সুস্থ করলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি, এবং তুমি আমাকে সুস্থ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, আমি আর্তস্বরে ডেকেছি তোমায়, তুমি আমায় করেছ নিরাময়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্ত্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম। এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সদাপ্রভুু আমার ঈশ্বর, আমি তোমার কাছে চিৎকার করলাম সাহায্যের জন্য এবং তুমি আমাকে সুস্থ করলে।

অধ্যায় দেখুন কপি




গীত 30:2
14 ক্রস রেফারেন্স  

তুমি ফিরে গিয়ে আমার লোকদের নেতা হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি তোমার মুনাজাত শুনলাম, আমি তোমার নেত্রজল দেখলাম; দেখ, আমি তোমাকে সুস্থ করবো; তৃতীয় দিনে তুমি মাবুদের গৃহে উঠে যাবে।


হে মাবুদ আমাকে রহম কর, কেননা আমি ম্লান হয়েছি; হে মাবুদ আমাকে সুস্থ কর, কেননা আমার সমস্ত অস্থি ভয়ে কাঁপছে।


তিনি ভগ্নচিত্তদেরকে সুস্থ করেন, তাদের সমস্ত ক্ষত বেঁধে দেন।


আর বললেন, তুমি যদি তোমার আল্লাহ্‌ মাবুদের কথায় সর্তকতার সঙ্গে মনোযোগ দাও, তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তা-ই কর, তাঁর হুকুম মান্য কর ও তাঁর সমস্ত বিধি পালন কর তবে আমি মিসরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করেছিলাম, সেসব রোগ দ্বারা তোমাকে আক্রমণ করতে দেব না; কেননা আমি মাবুদ তোমার সুস্থতাকারী।


কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি, প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে।


পরে ইব্রাহিম আল্লাহ্‌র কাছে মুনাজাত করলেন, আর আল্লাহ্‌ আবিমালেককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর বাঁদীদেরকে সুস্থ করলেন; তাতে তারা আবার প্রসব করার ক্ষমতা ফিরে পেলেন।


আমাকে আমোদ ও আনন্দের কালাম শোনাও; তোমা দ্বারা চূর্ণিত সমস্ত অস্থি প্রফুল্ল হোক।


মাবুদ আমাকে কঠিন শাস্তি দিয়েছেন, কিন্তু মৃত্যুর হাতে তুলে দেন নি।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, তোমার ধর্মশীলতা অনুসারে আমার বিচার কর, ওরা আমার উপরে আনন্দ না করুক।


তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরে রেখেছ, এবং চিরতরে তোমার সাক্ষাতে স্থাপন করেছ।


আমি তোমার প্রতিষ্ঠা করবো, হে আমার আল্লাহ্‌, আমার বাদশাহ্‌, আমি অনন্তকাল তোমার নামের শুকরিয়া আদায় করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন