গীত 30:12 - কিতাবুল মোকাদ্দস12 যেন আমি তোমার প্রশংসা গান করি, নীরব না থাকি। হে মাবুদ, আমার আল্লাহ্, আমি চিরকাল তোমার প্রশংসা করবো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যেন মৌন না থাকে আমার হৃদয় সদা যেন করে তোমার গৌরব গান, ওগো প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, চিরকাল আমি গাইব তোমার স্তবগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে। সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করবো, তাই কখনই নীরবতা থাকবে না। সর্বদাই কোন একজন থাকবে, যে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাই এখন আমার গৌরবের হৃদয় তোমার প্রশংসা গান করে এবং নীরব থাকে না; সদাপ্রভুু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব। অধ্যায় দেখুন |