Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 3:5 - কিতাবুল মোকাদ্দস

5 আমি শয়ন করলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হলাম; কারণ মাবুদ আমাকে ধারণ করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি; আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমি মগ্ন হই গভীর নিদ্রায় জাগ্রত হই আবার, রক্ষা করেন সর্বদা প্রভু আমায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রৎ হইলাম; কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো। কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন। প্রভু আমায় রক্ষা করেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমি শুয়ে পড়লাম ও ঘুমিয়ে পড়লাম, আমি জেগে উঠলাম, কারণ সদাপ্রভুু আমাকে রক্ষা করেছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 3:5
11 ক্রস রেফারেন্স  

আমি শান্তিতে শয়ন করবো, নিদ্রাও যাব; কেননা, হে মাবুদ, তুমিই একাকী আমাকে নির্ভয়ে বাস করতে দিচ্ছ।


শয়নকালে তুমি ভয় করবে না, তুমি শয়ন করবে, তোমার নিদ্রা সুখকর হবে।


যার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে, কেননা তোমাতেই তার নির্ভরতা।


আর আমি দেশে শান্তি দেব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব; ও তোমাদের দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।


মাবুদের নাম দৃঢ় উচ্চগৃহ; ধার্মিক তারই মধ্যে পালিয়ে রক্ষা পায়।


বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর, তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন।


মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি; তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে।


তিনিই আমাদের প্রাণ জীবিতদের সঙ্গে রাখেন, আমাদের চরণ টলতে দেন না।


পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনাবেন, তার আগের রাতে পিতর দু’জন সেনার মধ্যস্থানে দুই শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং প্রবেশ পথে প্রহরীরা কারাগার পাহারা দিচ্ছিল।


ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল; তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন