Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 29:7 - কিতাবুল মোকাদ্দস

7 মাবুদের কণ্ঠস্বরে আসমানে বিদ্যুতের ঝলকানী সৃষ্টি হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 সদাপ্রভুর কণ্ঠস্বর বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রভুর মহা নির্ঘোষে বিচ্ছুরিত হয় অগ্নিশিখা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকিরণ করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 সদাপ্রভুুর রব অগ্নিশিখা বিকিরণ করছে।

অধ্যায় দেখুন কপি




গীত 29:7
9 ক্রস রেফারেন্স  

ঘূর্ণিবাতাসে তোমার বজ্রের ধ্বনি হল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো, দুনিয়া কেঁপে উঠলো ও দুলতে লাগল।


তাতে মাবুদের সম্মুখ থেকে আগুন বের হয়ে তাদেরকে গ্রাস করলো আর তারা মাবুদের সম্মুখে ইন্তেকাল করলো।


তুমি কি বিদ্যুৎগুলো পাঠালে তারা যাবে? তোমাকে কি বলবে, এই যে আমরা!


তিনি সমস্ত আসমানের নিচে তা পাঠান, দুনিয়ার অন্ত পর্যন্ত তাঁর বিদ্যুৎ চালান।


পরে মূসা তাঁর লাঠি আসমানের দিকে বিস্তার করলে মাবুদ মেঘ-গর্জন করালেন ও শিলাবৃষ্টি বর্ষালেন; আর আগুন ভূমির উপরে বেগে এসে পড়লো। এভাবে মাবুদ মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষালেন।


আর মাবুদের কাছ থেকে আগুন বের হয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করলো।


তিনি তাঁর তীর মারলেন, তাদেরকে ছিন্নভিন্ন করলেন; অনেক বিদ্যুৎ চম্‌কিয়ে তাদেরকে বিশৃঙ্খল করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন