গীত 29:1 - কিতাবুল মোকাদ্দস1 হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর; মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো, তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে দিব্যলোকবাসীগণ, তোমরা প্রভুর স্তব গান কর, বর্ণনা কর তাঁর মহিমা ও পরাক্রম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্ত্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্ত্তন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তোমরা সর্বশক্তিমানের সন্তানেরা সদাপ্রভুুকে স্বীকার কর, সদাপ্রভুুর মহিমার ও শক্তির স্বীকার কর! অধ্যায় দেখুন |