Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 26:4 - কিতাবুল মোকাদ্দস

4 আমি অসার লোকদের সঙ্গে বসি নি, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 আমি প্রতারকদের সঙ্গে বসি না, ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 মিথ্যাচারীদের সঙ্গে আমি মিশি না, ভণ্ডদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমি প্রতারণাপূর্ণ লোকের সাথে যুক্ত নই, আমি অসৎ লোকের সাথে মিশি না।

অধ্যায় দেখুন কপি




গীত 26:4
11 ক্রস রেফারেন্স  

আমি পরিহাসকারীদের সভাতে বসি নি, উল্লাস করি নি; তোমার হাত আমার উপর ছিল বলে একাকী বসতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করেছ।


সুখী সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, গুনাহ্‌গারদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না।


জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হবে।


দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও; আমি আমার আল্লাহ্‌র সমস্ত হুকুম পালন করবো।


অতএব “তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো ও পৃথক হও, এটা প্রভু বলছেন এবং তোমরা নাপাক বস্তু স্পর্শ করো না; তাতে আমিই তোমাদের গ্রহণ করবো,


আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে, এবং যারা তোমার আদেশমালা পালন করে।


ভ্রান্ত হয়ো না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।


যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধিবিহীন।


অবোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।


আমি যদি মিথ্যার সহচর হয়ে থাকি, আমার পা যদি ছলের পথে দৌড়ে থাকে,


কুটিল অন্তঃকরণ আমা থেকে দূরে থাকবে; নাফরমানীর সঙ্গে আমার পরিচয় হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন