গীত 24:9 - কিতাবুল মোকাদ্দস9 হে তোরণদ্বারগুলো, মাথা তোল; হে প্রাচীন কবাটগুলো, মাথা উত্থাপন কর; প্রতাপের বাদশাহ্ প্রবেশ করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে নগরতোরণ, উন্নত কর শির, উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিন রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, মস্তক উত্থাপন কর; প্রতাপের রাজা প্রবেশ করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সমস্ত দরজা তোমার তোমাদের মাথা তোলো, চিরস্থায়ী দরজা উন্নত হও, যেন প্রতাপের রাজা ভিতরে আসতে পারেন। অধ্যায় দেখুন |