Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 24:3 - কিতাবুল মোকাদ্দস

3 কে মাবুদের পর্বতে উঠবে? কে তাঁর পবিত্র স্থানে দণ্ডায়মান হবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভুর পর্বতে কে আরোহণ করবে? কে দাঁড়াবে তাঁর পুণ্যভূমিতে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কে সদাপ্রভুর পর্ব্বতে উঠিবে? কে তাঁহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কে সদাপ্রভুুর সীয়োন পর্বতে ওঠা এবং মন্দিরে প্রবেশের উদ্দেশ্য ছিল সদাপ্রভুর উপাসনা করা পর্বতে উঠবে? কে তাঁর পবিত্র স্থানের মধ্যে প্রবেশ করবে?

অধ্যায় দেখুন কপি




গীত 24:3
19 ক্রস রেফারেন্স  

হে মাবুদ, তোমার তাঁবুতে কে প্রবাস করবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করবে?


অতএব অকমপনীয় রাজ্য পাবার অধিকারী হওয়াতে, এসো, আমরা আল্লাহ্‌র কাছে কৃতজ্ঞ হই, যা দ্বারা ভক্তি ও ভয় সহকারে আল্লাহ্‌র প্রীতিজনক এবাদত করতে পারি।


সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে।


দেখ, আমি আমার দূতকে প্রেরণ করবো, সে আমার আগে পথ প্রস্তুত করবে; এবং তোমরা যে প্রভুর খোঁজ করছো, তিনি অকস্মাৎ তাঁর এবাদতখানায় আসবেন; নিয়মের সেই দূত, যাঁতে তোমাদের প্রীতি, দেখ, তিনি আসছেন, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


আমিই আমার বাদশাহ্‌কে স্থাপন করেছি আমার পবিত্র সিয়োন পর্বতে।


তুমি ঊর্ধ্বে উঠেছ, বন্দীদেরকে বন্দীদশায় নিয়ে গিয়েছ, মানুষের মধ্যে দান গ্রহণ করেছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করেছ, যেন মাবুদ আল্লাহ্‌ [সেখানে] বাস করেন।


তখন মূসা হারুনকে বললেন, মাবুদ তো এ-ই বলে— ছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্যই পবিত্ররূপে মান্য হব ও সমস্ত লোকের সম্মুখে মহিমান্বিত হবো। তখন হারুন নীরব হয়ে রইলেন।


আর দাউদ নিজের জন্য দাউদ-নগরে অনেক বাড়ি নির্মাণ করলেন এবং আল্লাহ্‌র সিন্দুকের জন্য একটি স্থান প্রস্তুত করলেন, তার জন্য একটি তাঁবু স্থাপন করলেন।


ঈসা তাঁকে বললেন, আমাকে স্পর্শ করো না, কেননা এখনও আমি ঊর্ধ্বে পিতার কাছে যাই নি; কিন্তু তুমি আমার ভাইদের কাছে গিয়ে তাদেরকে বল, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার আল্লাহ্‌ ও তোমাদের আল্লাহ্‌, তাঁর কাছে আমি ঊর্ধ্বে যাচ্ছি।


শিমোন পিতর তাঁকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? জবাবে ঈসা বললেন, আমি যেখানে যাচ্ছি, সেখানে তুমি এখন আমার পিছনে যেতে পার না; কিন্তু পরে যেতে পারবে।


মাবুদ আমাকে বললেন, হে মানুষের সন্তান, মাবুদের বায়তুল-মোকাদ্দসের সমস্ত বিধি ও সমস্ত অনুশাসনগুলোর বিষয়ে যা যা আমি তোমাকে বলবো, তুমি তাতে মনোযোগ দাও, স্বচক্ষে তা নিরীক্ষণ কর ও স্বকর্ণে শোন এবং এই এবাদতখানায় প্রবেশ করার ও পবিত্র স্থান থেকে বাইরে যাবার সমস্ত অনুশাসনের বিষয়ে মনোযোগ কর।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, বনি-ইসরাইলদের মধ্যে যেসব বিজাতীয় লোক আছে, তাদের মধ্যে খৎনা-না-করানো অন্তর ও খৎনা-না-করানো মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার পবিত্র স্থানে প্রবেশ করবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন