গীত 24:1 - কিতাবুল মোকাদ্দস1 দুনিয়া ও সমস্ত বস্তু মাবুদেরই; দুনিয়া ও তার নিবাসীরা তাঁর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 এ মর্ত্যভূমি ও তার সমস্ত বস্তুই প্রভু পরমেশ্বরের, এ জগৎ ও জগদ্বাসী সকলেরই অধিপতি তিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই; জগৎ ও তন্নিবাসিগণ তাঁহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর। এই জগৎ এবং জগতের সব লোকও তাঁর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পৃথিবীর এবং এর মধ্যে সব কিছুই সদাপ্রভুুর, জগৎ এবং তার মধ্যে বসবাসকারী সবাই তাঁর। অধ্যায় দেখুন |