Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 22:31 - কিতাবুল মোকাদ্দস

31 তারা আসবে, তাঁর ধর্মশীলতা জানাবে, ভবিষ্যত প্রজন্মের লোকদের বলবে, তিনি কার্যসাধন করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 তারা তাঁর ধার্মিকতা প্রচার করবে, যারা অজাত তাদের উদ্দেশে ঘোষণা করা হবে: তিনি এই কাজ করেছেন!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 আগামী যুগের মানুষের কাছে তারা করবে ঘোষণা তাঁর সাধিত পরিত্রাণের বাণী বলবে: সকলই প্রভু পরমেশ্বরের মহান কীর্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 তাহারা আসিবে, তাঁহার ধর্ম্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কার্য্য সাধন করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে ঈশ্বর যে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তারা আসবে এবং তাঁর ধার্মিকতার কথা বলবে; তিনি কি করেছেন তা তারা এমন লোকদের বলবে যারা এখনো জন্ম গ্রহণ করে নি।

অধ্যায় দেখুন কপি




গীত 22:31
15 ক্রস রেফারেন্স  

যেন উত্তরকালীন বংশ তা জানতে পারে, এবং উঠে নিজ নিজ সন্তানদের কাছে তা বর্ণনা করতে পারে।


হে মালিক, তোমার সৃষ্ট সর্বজাতি এসে তোমার সম্মুখে সেজ্‌দা করবে, তারা তোমার নামের গৌরব করবে।


কারণ আল্লাহ্‌র দেওয়া এক ধার্মিকতা ইঞ্জিলের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল ঈমানের মধ্য দিয়েই মানবজাতিকে ধার্মিক বলে গ্রহণ করা হয়, যেমন লেখা আছে, “কিন্তু ধার্মিক ব্যক্তি ঈমান আনার মধ্য দিয়েই বাঁচবে”।


একথা ভাবী বংশের জন্য লেখা থাকবে; যাতে যে জাতি সৃষ্ট হবে, তারা মাবুদের প্রশংসা করতে পারে।


যিনি গুনাহ্‌ করেন নি, তাঁকে তিনি আমাদের পক্ষে গুনাহ্‌স্বরূপ করলেন, যেন আমরা তাঁতে আল্লাহ্‌র ধার্মিকতাস্বরূপ হই।


তুমি চারদিকে চোখ তুলে দেখ, ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে; তোমার পুত্ররা দূর থেকে আসবে, তোমার কন্যাদের কোলে করে আনা হবে।


মাবুদ এই কথা বলেন, “হে বন্ধ্যা স্ত্রীলোক, যে কখনও সন্তান জন্ম দেয় নি, তুমি আনন্দগান কর, যার কখনও প্রসব-বেদনা উঠে নি, তুমি উচ্চৈঃস্বরে আনন্দগান ও আনন্দ-চিৎকার কর; কেননা সধবার সন্তানের চেয়ে অনাথার সন্তান বেশি, মাবুদ এই কথা বলেন।


আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে মাবুদ, তুমি তা জান।


তবুও তাঁকে চূর্ণ করতে মাবুদেরই মনোবাসনা ছিল; তিনি তাঁকে যাতনাগ্রস্ত করলেন, তাঁর প্রাণ যখন দোষ-কোরবানী করবে, তখন তিনি আপন বংশ দেখবেন, দীর্ঘায়ু হবেন এবং তাঁর হাতে মাবুদের মনোরথ সিদ্ধ হবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন